নগরীর মধ্যম হালিশহর কলসি দীঘির পাড় এলাকায় অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল দুপুরে এই ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মাংস বিক্রেতা মো. ঝন্টু মিয়াকে আটক করে পুলিশ। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফয়েজ উল্যাহ। তিনি প্রত্যক্ষদর্শী লোকজন ও মাংস বিক্রেতার সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়ায় বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা করেন।
প্রত্যক্ষদর্শীরা বরাত দিয়ে ফয়েজ উল্যাহ বলেন, গরুটি আগে থেকে অসুস্থ ছিল। একপ্রকার মুমূর্ষু অবস্থায় গরুটিকে জবাই করে মাংস বিক্রির চেষ্টা করেন ঝন্টু মিয়া। বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনতা তাকে ঘিরে ধরে পুলিশে খবর দেন। পুলিশ আমাদের খবর দেয়। আমাদের জিজ্ঞাসাবাদে বিক্রেতা স্বীকার করেছেন গরুটি অসুস্থ ছিল। তাই জরিমানার পাশাপাশি জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে মাংসগুলো জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ধ্বংস করা হয়েছে।