মহানগরস্থ সামাজিক সংগঠন কলরব সংঘের সম্মেলন নগরীর চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতিতে সম্মেলনের উদ্বোধন করেন ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. আরিফ বাচ্চু। প্রধান উপদেষ্টা প্রকৗশলী প্রকাশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন দেবাংশু সেনগুপ্ত, শুভজিৎ ভট্টাচার্য, রবি শংকর সেন নিশান।
অতিথি ছিলেন সংগঠক নিশান রায়, শরণ বড়ুয়া, বিশ্বজিৎ বসু, প্রভাষক রেখা নাজনীন। বক্তাগণ বলেন, কলরব সংঘ এমন একটি প্লাটফর্ম যেখানে তরুণরা নিজেদের চিন্তাকে প্রকাশ করতে পারে। অনুষ্ঠানে স্নেহেন্দু বণিক এবং অর্নব শিকদারের নেতৃত্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এতে সংগঠন আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়। এতে রবি শংকর সেন নিশানকে সভাপতি, অয়ন সেন গুপ্তকেক সাধারণ সম্পাদক এবং মাহিন বিন জালাল দীহানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।