কলম প্রতীক নির্বাচিত হলে জনগণের ভাগ্যের চাকা ঘুরে যাবে

লালদীঘি ময়দানে জনতার দলের নির্বাচনী জনসভা

| শনিবার , ৩১ জানুয়ারি, ২০২৬ at ৫:৪২ পূর্বাহ্ণ

কলম প্রতীক নির্বাচিত হলে চট্টগ্রাম৯ আসনের জনগণের ভাগ্যের চাকা ঘুরে যাবে বলে মন্তব্য করেছেন জনতার দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল। গতকাল শুক্রবার বিকেলে লালদীঘির ময়দানে চট্টগ্রাম(কোতোয়ালী, চকবাজার, বাকলিয়া ও ডাবলমুরিং) আসনে জনতার দলের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো: হায়দার আলী চৌধুরীর কলম মার্কার সমর্থনে নির্বাচনী জনসভায় এমন মন্তব্য করেন তিনি। সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী চৌধুরী বলেন, বিগত ৫৪ বছরে দেশে এতো এতো মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্যু, অর্থ পাচারকারী ও মাফিয়া লুটেরা গোষ্ঠীর সৃষ্টি হয়েছে, তার বিরুদ্ধে কোন রাজনৈতিক সংগঠন বা কোন নেতা একটিও সৃষ্টি হয়নি। জনতার দল দেশ ও জাতির কল্যাণে সকল ধর্মের মানুষের জন্য সমান অধিকার, নিরাপত্তা ও ইনসাফ বিশেষ করে মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রেখে গরীব দুঃখী খেটে খাওয়া অসহায় মেহনতি মানুষের মুক্তি দিতে প্রতিশ্রুতিবদ্ধ। উদ্বোধন করেন জনতার দলের নৈতিক কমিটি প্রধান মেজর জেনারেল (অব🙂 মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন, জনতার দলের কৌশলগত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল সাব্বির আহমেদ, প্রধান সমন্বয়ক ও মুখপাত্র মেজর (অব🙂 ডেল এইচ খান, প্রধান আলোচক ছিলেন মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আজম খাঁন। সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, রেজাউল করিম রাকিবুল, কৃষিবিদ যদু সিংহ, এডভোকেট গিয়াসউদ্দিন ও শ্যামল দাশ প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবারখাইন জামেয়া জমহুরিয়া কামিল মাদ্রাসার সালানা জলসা আজ
পরবর্তী নিবন্ধআমির খসরুর সমর্থনে সম্মিলিত নাগরিক সমাজের গণসংযোগ