কলম্বিয়া হেরে গেল আত্মঘাতী গোলে

| মঙ্গলবার , ২২ জুন, ২০২১ at ১০:৪৫ পূর্বাহ্ণ

আত্মঘাতী গোলে পেরুর বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে কলম্বিয়া। শুরুতে তারা পিছিয়ে পড়েছিল। দ্বিতীয়ার্ধে সমতায় ফিরলেও কাজ হয়। ম্যাচের ১৭তম মিনিটে সার্জিও পেনার গোলে এগিয়ে যায় পেরু। এই ব্যবধান ধরে রেখে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য আক্রমণে ধার বাড়ায় কলম্বিয়া। পেনাল্টি থেকে ৫৩তম মিনিটে দলকে সমতায় ফেরান মিগুয়েল বোরহা। তবে ৬৪তম মিনিটে কপাল পুড়ে তাদের। ডিফেন্ডার ইয়েরি মিনার আত্মঘাতী গোলে ফের পিছিয়ে পড়ে কলম্বিয়া। বাকি সময় চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি তারা। এই জয়ে ‘এ’ গ্রুপে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তালিকার তিনে উঠে এসেছে পেরু। এক ম্যাচ বেশি খেলে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে কলম্বিয়া। গ্রুপের আরেক ম্যাচে ভেনেজুয়েলা বনাম ইকুয়েডরের ম্যাচটি ড্র হয়েছে ২-২ গোলে।

পূর্ববর্তী নিবন্ধইতালির কাছে হেরেও শেষ ষোলোয় ওয়েলস অপেক্ষায় সুইজারল্যান্ড
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় নিহত ১০ জনের মধ্যে ৯ জনই শিশু