মাদক পাচার রোধে ব্যর্থতার অভিযোগ দিয়ে কলম্বিয়ার বামপন্থি প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট পেত্রো মাদক কারবারিদের বিকশিত হওয়ার সুযোগ করে দিয়েছেন এবং এই কার্যক্রম বন্ধে অস্বীকৃতি জানিয়েছেন, বিবৃতিতে বলেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
পেত্রোর পাশাপাশি কলম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আরমান্দো বেনেদেতি এবং পেত্রোর স্ত্রী ও বড় ছেলের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, জানিয়েছে বিবিসি। ওয়াশিংটনের এ পদক্ষেপের ফলে এ চারজন যুক্তরাষ্ট্রে তাদের কোনো সম্পদ থেকে থাকলে তা ব্যবহার করতে পারবেন না। যুক্তরাষ্ট্রের নাগরিক কিংবা প্রতিষ্ঠানের সঙ্গে কোনো লেনদেনও করা যাবে না।
ওয়াশিংটনের ‘মাদকবিরোধী যুদ্ধে’ একসময় ঘনিষ্ঠ মিত্র ছিল কলম্বিয়া; সামরিক সহায়তাবাবদ দেশটিকে প্রতিবছর শত শত কোটি ডলারও দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতায় ফেরার পর থেকে সাবেক গেরিলা যোদ্ধা পেত্রোর সঙ্গে তার তুমুল বিরোধ দেখা যাচ্ছে। খবর বিডিনিউজের।
বেসেন্ট বলেছেন, পেত্রো ক্ষমতায় আসার পর ‘কলম্বিয়ায় কোকেনের উৎপাদন কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যুক্তরাষ্ট্রে বানের জলের মতো ঢুকে মার্কিনিদের ভয়াবহ ক্ষতি করছে। ট্রাম্প দৃঢ় পদক্ষেপ নিচ্ছেন এবং মাদক পাচার করে যুক্তরাষ্ট্রে ঢোকানো বরদাশত করবেন না তিনি। কলম্বিয়া বিশ্বের শীর্ষ কোকেন রপ্তানিকারক, যা যুক্তরাষ্ট্রের জন্য ‘ভয়াবহ মাদক হুমকি’ সৃষ্টি করেছে, বলেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।












