কলম্বিয়ার প্রতিদ্বন্দ্বীকে হারালেন ইরানের তরুণ

| রবিবার , ১৮ ডিসেম্বর, ২০২২ at ৬:০৫ পূর্বাহ্ণ

বয়স কুড়ি হলে হবে কী, বেড়েছেন মোটে ২ ফুট ১.৬ ইঞ্চি। উচ্চতায় ‘খাটো’ হলেও নতুন রেকর্ড গড়ে আর এক উচ্চতা ছুঁয়েছেন ইরানের তরুণ আফশিন ইসমায়েল গদরজাদা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর বিচারে তিনিই এখন বিশ্বের সবচেয়ে কম উচ্চতার মানুষ। মোটে ৭ সেন্টিমিটারের ফারাকে আফশিন হারিয়ে দিয়েছেন এ ক্ষেত্রে পূর্বতন রেকর্ডধারী কলোম্বিয়ার এডয়ার্ড নিনো হার্নান্ডেজকে।

২০১০ সালে ২৪ বছরের এডওয়ার্ডের উচ্চতা ছিল ২ ফুট সাড়ে ৩ ইঞ্চি। সে বছর গিনেস কর্তৃপক্ষ তাকে বিশ্বের সবচেয়ে কম উচ্চতার মানুষ হিসাবে ঘোষণা করেছিলেন। তবে ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের বুকান অঞ্চলের বাসিন্দা আফশিন সমপ্রতি সে রেকর্ড ভেঙে দিয়েছেন।

রেকর্ড বইয়ে নিজের নাম তুলতে দেশ ছেড়ে সোজা দুবাইয়ে গিনেস-এর অফিসে পৌঁছে যান আফশিন। এই প্রথম বার দেশের বাইরে পা রাখা আফশিনের সঙ্গী ছিলেন তারা মা-বাবা। রেকর্ড যাচাই করতে ২৪ ঘণ্টায় ৩ বার আফশিনের উচ্চতা মাপা হয়েছিল।

তাতে দেখা যায়, সাড়ে ৬ কেজি ওজনের আফশিনের উচ্চতা ৬৫.২৪ সেন্টিমিটার (২ ফুট ১.৬ ইঞ্চি)। এর পর নিজেদের ইউটিউব চ্যানেলে রেকর্ডের কথা ঘোষণা করেন গিনেস কর্তৃপক্ষ।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেনে অন্যতম বৃহত্তম ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার
পরবর্তী নিবন্ধকেমো নিয়ে সুস্থ সন্তানের জন্ম দিলেন ক্যানসার আক্রান্ত দম্পতি