যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে একদল ফিলিস্তিন সমর্থক বিক্ষোভ দেখিয়েছেন, যাদের মধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। সোশাল মিডিয়ায় প্রকাশিত ভিডিও অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের মূল গ্রন্থাগারের ভেতরে টেবিলে দাঁড়িয়ে স্লোগান দেওয়ার পাশাপাশি ঢোল বাজাচ্ছিলেন তারা। খবর বিডিনিউজের।
ফিলিস্তিনপন্থি শিক্ষার্থী গোষ্ঠী কলম্বিয়া ইউনিভার্সিটি অ্যাপার্থেইড ডাইভেস্ট বলছে, ইসরায়েলের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যোগসূত্রের প্রতিবাদে তারা গ্রন্থাগার দখলে নেন। তারা অনলাইন পাবলিশিং প্লাটফর্ম সাবস্ট্যাকে লিখেছেন, ১০০ জনের বেশি মানুষ বাটলার লাইব্রেরিতে জড়ো হয়ে নাম বদলে ‘বাসেল আল–আরাজ পপুলার ইউনিভার্সিটি’ করেছে। আল জাজিরা লিখেছে, এই নামকরণ করা হয় ফিলিস্তিনি আন্দোলনকারী ও লেখক বাসেল আল–আরাজের নামে, যাকে ২০১৭ সালে ইসরায়েলি বাহিনী হত্যা করে। কলম্বিয়া ইউনিভার্সিটি অ্যাপার্থেইড ডাইভেস্ট লিখেছে, যতদিন সাম্রাজ্যবাদী সহিংসতা থেকে কলাম্বিয়া অর্থায়ন ও লাভবান হতে থাকবে, ততদিন কলাম্বিয়ার মুনাফা ও বৈধতা প্রশ্নে জনতা যে বাধা হয়ে দাঁড়াবে তা এই জমায়েত প্রমাণ করে। দমন–পীড়নই প্রতিরোধের জন্ম দেয়– কলাম্বিয়া যদি দমন–পীড়ন বাড়ায়, জনতা এই ক্যাম্পাসের কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটাতে থাকবে।