কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে উইকেটের ডাবল সেঞ্চুরি নারাইনের

স্পোর্টস ডেস্ক | শনিবার , ৫ এপ্রিল, ২০২৫ at ১১:২৩ পূর্বাহ্ণ

আইপিএলে গত বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দ্রাবাদের রান তাড়ায় ইনিংসের দশম ও নিজের দ্বিতীয় ওভারে মেন্ডিসের উইকেটটি নেন নারাইন। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে এটি ছিল তার ২০০তম উইকেট । সুনিল নারাইনের অফ স্টাম্পের বাইরের বলে ডিপ মিডউইকেটে সহজ ক্যাচ দিয়ে ফিরলেন বাঁহাতি ব্যাটসম্যান কামিন্দু মেন্ডিস। তাকে বিদায় করে ক্যারিবিয়ান স্পিনিং অলরাউন্ডার স্পর্শ করলেন একটি মাইলফলক, গড়লেন দারুণ কীর্তি। ছেলেদের টিটোয়েন্টি ক্রিকেটে কোনো একটি দলের হয়ে দুইশ বা এর বেশি উইকেট নেওয়া বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার তিনি। প্রথম জন সামিত প্যাটেল। নটিংহ্যামশায়ারের হয়ে বাঁহাতি এই ইংলিশ স্পিনিং অলরাউন্ডারের উইকেট ২০৮টি। ইংল্যান্ডের আরেক দল হ্যাম্পশায়ারের হয়ে ১৯৯ উইকেট নিয়ে এই তালিকায় তিন নম্বরে আছেন বাঁহাতি ইংলিশ পেসার ক্রিস উড। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১৯৫ উইকেট নিয়ে চারে সাবেক লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। গ্লস্টারশায়ারের হয়ে ১৯৩ উইকেট নিয়ে পাঁচে আছেন ইংলিশ পেসার ডেভিড পেইন। এই পাঁচ জনের আশেপাশে নেই আর কেউ। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১৬৮ উইকেট নিয়ে ছয় নম্বরে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ।

মাইলফলক ছোঁয়ার দিনে আর কোনো উইকেট নারাইন পাননি। কলকাতার হয়ে তার ২০০ উইকেটের সবকটি অবশ্য আইপিএলে নয়। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ২০১২ সালে অভিষেক থেকে একটি দলের হয়েই খেলছেন তিনি। এখানে ১৮০ ম্যাচে তার উইকেট ১৮২টি। কলকাতার হয়ে বাকি ১৮টি উইকেট তিনি নিয়েছেন বিলুপ্ত হয়ে যাওয়া চ্যাম্পিয়ন্স লিগ টিটোয়েন্টিতে। আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় নারাইন আছেন চার নম্বরে। তার চেয়ে একটি উইকেট বেশি নিয়ে যৌথভাবে তিনে আছেন রাভিচান্দ্রান অশ্বিন, ভুবনেশ্বর কুমার ও ডোয়াইন ব্রাভো। ১৯২ উইকেট নিয়ে দুই নম্বরে পিয়ুস চাওলা। চূড়ায় ইউজবেন্দ্রা চেহেলের শিকার ২০৬টি।

পূর্ববর্তী নিবন্ধমেসির খোঁজ নিতে যুক্তরাষ্ট্রে স্কালোনি
পরবর্তী নিবন্ধদেশের হয়ে খেলতে আরো দুই প্রবাসী ফুটবলারের ট্রায়াল