ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের প্রধান প্রতীক জৈনের কলকাতার বাসভবনে ইডির অভিযান চলাকালীন সময়ে সেখানে গিয়েছেন তিনি। ঘটনাস্থলে পৌঁছে মুখ্যমন্ত্রী দাবি করেন, ভারতে কেন্দ্রীয় সরকারের সংস্থা ইডি তার দল তৃণমূল কংগ্রেসের কম্পিউটারের হার্ড ডিস্ক, অভ্যন্তরীণ নথি এবং সংবেদনশীল তথ্য বাজেয়াপ্ত করার চেষ্টা করছে। প্রতীক জৈনকে নিজের দলের পরামর্শদাতা সংস্থার প্রধান হিসেবে উল্লেখ করে মমতা বন্দোপাধ্যায় বলেন, তার বাড়িতে ইডির এই অভিযান রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং অসাংবিধানিক। তিনি দাবি করেছেন, ইডির কর্মকর্তারা তৃণমূল কংগ্রেসের নথি এবং দলের বিধান সভা প্রার্থীদের বিবরণ সংবলিত হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করেছেন। খবর বিবিসি বাংলার। এদিকে, বিজেপি এই দিনটিকে ‘কালো দিন’ বলে অভিহিত করেছে। পশ্চিমবঙ্গে যদি লুকানোর কিছুই না থাকে, তাহলে কেন একজন মুখ্যমন্ত্রী সরকারি তদন্তের স্থান থেকে ফাইলগুলো নেওয়ার জন্য হাত বাড়াচ্ছেন? বলেছে বিজেপি।












