কলকাতার সিনেমায় গান লিখলেন চমক হাসান

| রবিবার , ১৯ ডিসেম্বর, ২০২১ at ১১:২১ পূর্বাহ্ণ

চমক হাসান পেশায় একজন ইঞ্জিনিয়ার। পড়াশোনা করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। পিএইচডি করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলাইনা থেকে। খবর বাংলানিউজের। গণিত নিয়ে চমক হাসান দুর্দান্ত পারদর্শী। লেখালেখিও করেন নিয়মিত। আর সখের বসে গান লেখেন, সুর করেন আবার নিজের কণ্ঠে ধারণ করেন। সামাজিক মাধ্যমেও দারুণ জনপ্রিয়। এক কথায় অলরাউন্ডার। শখের বসে গান গাইতে গাইতে এবার বাংলা সিনেমার সংগীত পরিচালনা করে ফেললেন চমক হাসান। বাংলাদেশের নয়, কলকাতার ‘বাবা, বেবি, ও…’ সিনেমায় শোনা যাবে চমক হাসানের লেখা দুটি গান। এর সুর ও সংগীত পরিচালনাও তার। বিষয়টি জানিয়েছেন চমক হাসান নিজেই। সামাজিকমাধ্যম ফেসকুকে তার পেইজে বিষয়টি তুলে ধরেন চমক হাসান। সেখানে তিনি লেখেন, ‘বাবা, বেবি, ও…’ চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে আগামী ৪ ফেব্রুয়ারি। এই সিনেমায় আমার লেখা ও সুর করা দুটো গান থাকছে। এটাই আমার প্রথমবারের মতো কোনো চলচ্চিত্রের সংগীতে কাজ করার অভিজ্ঞতা! সংগীত পরিচালনায় আমার সঙ্গে আরও ছিলেন দারুণ প্রতিভাবান অমিত-ঈশান বন্ধু জুটি।

পূর্ববর্তী নিবন্ধবিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন
পরবর্তী নিবন্ধনাট্যাধারের নাটক ‘আমাদের ৭১’ প্রদর্শিত