ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্থগিত হয়ে যাওয়া অংশের খেলা মাঠে গড়িয়েছে গতকাল থেকে। আজ মাঠে নামবে সাকিবের কলকাতা নাইট রাইডার্স। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সাকিবের কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়। ইতোমধ্যেই সংযুক্ত আরব আমিরাতে কলকাতা নাইট রাইডার্সের ক্যাম্পে যোগ দিয়েছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্বিতীয় ভাগে অসাধারণ পারফরম্যান্স করবে কলকাতা নাইট রাইডার্স সতীর্থদের কাছে এমনটাই প্রত্যাশা সাকিবের।
সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর পর বাধ্যতামূলক কোয়ারেনটাইন শেষে দলের অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব। আইপিএল শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে তবেই দেশে ফিরবেন তিনি। সাকিবের মতো দেশে ফেরা হবে না রাজস্থান রয়্যালসের মোস্তাফিজুর রহমানের। আগামী ১৫ অক্টোবর আইপিএলের ফাইনাল। ফাইনালের দু’দিন পরই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই তিনিও সরাসরি বিশ্বকাপ খেরতে বাংলাদেশ দলের সাথে যোগ দেবেন। আইপিএলের প্রথমাংশে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেনি কলকাতা। সাকিবও পারেননি নিজের সেরাটা দিতে। গ্রুপ পর্বের প্রথম সাত ম্যাচের পাঁচটিতেই হার সাকিবের দলের।