কলকাতার আরজি কর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ গ্রেপ্তার

চিকিৎসক খুন

| রবিবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:৪৫ পূর্বাহ্ণ

কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে একজন নারী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)। হাসপাতালটির দুর্নীতি সংক্রান্ত মামলায় এর আগেই সন্দীপকে গ্রেপ্তার করেছিল সিবিআই। গতকাল শনিবার ধর্ষণ ও খুনের মামলায়ও গ্রেপ্তার হলেন তিনি। সন্দীপের পাশাপাশি গ্রেপ্তার হয়েছেন স্থানীয় টালা থানার ওসি অভিজিৎ মন্ডল। তার বিরুদ্ধে ধর্ষণ ও খুনের মামলা নিতে দেরি করা ও তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ আছে। এর আগে ওই শিক্ষানিবশ নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন এক সিভিক ভলান্টিয়ার। গ্রেপ্তারের পর থেকে ওই ব্যক্তি সিবিআইয়ের হেফাজতেই আছেন বলে খবর ভারতীয় গণমাধ্যমের। সব নিয়ে এ মামলায় এখন পর্যন্ত মোট তিনজনকে গ্রেপ্তার করা হল। খবর বিডিনিউজের। আনন্দবাজার পত্রিকা জানায়, আরজি কর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ সন্দীপের গ্রেপ্তারের খবর জানার সঙ্গে সঙ্গেই নগরীর সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান নিয়ে টানা ধর্মঘট করতে থাকা জুনিয়র চিকিৎসকরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। ভারতের আইন প্রয়োগকারী ও আর্থিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আরজি করের আর্থিক দুর্নীতি মামলার তদন্তের অংশ হিসেবে শুক্রবার সন্দীপের পৈতৃক বাড়ি ও তার ঘনিষ্ঠ ওষুধ ব্যবসায়ীদের দপ্তর ও বাড়িতে তল্লাশি চালিয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধজম্মু ও কাশ্মীরে দুই ভারতীয় সেনাসহ নিহত ৭
পরবর্তী নিবন্ধএবার অস্ট্রেলীয় সরকারকে ফ্যাসিস্ট বললেন মাস্ক