কলকাতায় মুক্তি পাচ্ছে ‘তুফান’, প্রচারে গেলেন শাকিব

| শুক্রবার , ৫ জুলাই, ২০২৪ at ৭:৩৫ পূর্বাহ্ণ

দেশের প্রেক্ষাগৃহে সাড়া ফেলে এবার পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের সিনেমা ‘তুফান’। আগামী ৫ জুলাই থেকে সেখানকার দর্শক সিনেমাটি দেখতে পাবেন বলে জানিয়েছেন নির্মাতা রায়হান রাফী। হিন্দি ভাষায় সিনেমাটি মুক্তির কথা থাকলেও ৫ তারিখ শুধু কলকাতায় বাংলা ভাষায় মুক্তি পাচ্ছে। ডাবিংয়ের কাজ শেষ করে পুরো ভারতজুড়ে হিন্দি ভাষায় সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে। খবর বিডিনিউজের। রাফী গ্লিটজকে বলেন, আপাতত তুফান কলকাতায় বাংলা ভাষায় মুক্তি পাবে, ৫ তারিখের পরে হিন্দি ভাষায় মুক্তি দেওয়া হবে। ডাবিং শেষ, ডাবিং ছাড়াও তো অনেক কাজ থাকে সেগুলো রেডি হচ্ছে। খুব তাড়াতাড়িই ভারতজুড়ে মুক্তি দেওয়া হবে। কলকাতায় সিনেমার মার্কেটিং ভালো হচ্ছে জানিয়ে নির্মাতা বলেন, বেশ ভালো প্রচার চলছে, মেট্রোরেল থেকে শুরু করে শহরের প্রায় ৫০৬০টি বিলবোর্ডে সিনেমার প্রচার চালানো হচ্ছে। একদম প্রপার মার্কেটিং যেটাকে বলে সেখানে সেটা হচ্ছে। সেখান থেকেও একটা বিশাল আয় আসবে এটা ধারণা করছি। সিনেমার প্রচারের জন্য সেখানে অবস্থান করছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। রাফী বলেন, শাকিব খানসহ তুফানের পুরো টিম কলকাতায়। আমাদের দেশে সিনেমাটি যেমন সাড়া ফেলেছে, এখান থেকেও প্রচুর সাড়া পাব সেই আশা রাখছি। গত ২৮ জুন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সুইডেন, কানাডাসহ ১৫টি দেশের ১০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে।

পূর্ববর্তী নিবন্ধলিজার একক সংগীতানুষ্ঠান আজ
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২৪.৬৫ কোটি টাকা