কলকাতায় উপ হাইকমিশনের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সেই সঙ্গে ভারতে সব কূটনৈতিক মিশন ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বানও জানানো হয়েছে। গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই অবস্থানে বাংলাদেশ সরকারের বক্তব্য তুলে ধরা হয়।
এতে লেখা হয়, যদিও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে মনে হচ্ছে, তবে সেখানে ডেপুটি হাই কমিশনের সব কর্মকর্তা–কর্মচারী অনিরাপত্তায় ভুগছেন। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুশপুতুল পোড়ানোর দুঃখজনক ঘটনার কঠোর নিন্দা জানাচ্ছে। খবর বিডিনিউজের।
ঘটনার বিবরণ দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গত বৃহস্পতিবার বিকালে কলকাতার বাংলাদেশ উপ হাই কমিশনের বাইরে ‘বঙ্গীয় হিন্দু জাগরণ’ নামে হিন্দু সংগঠনের সহিংস বিক্ষোভের ঘটনা বাংলাদেশ সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে। বিপুল বিক্ষোভকারীর ওই সমাবেশ ও মিছিল সহিংস রূপ ধারণ করেছিল; যাতে বিক্ষোভকারীরা পুলিশ ব্যারিকেড ভেঙে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সীমানা পর্যন্ত পৌঁছে যায়। তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেয় এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কুশপুতুল পোড়ায়।
এমন ঘটনার পুনরাবৃত্তি রোধের আহ্বান জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ভারত সরকারকে আহ্বান জানাচ্ছে বাংলাদেশ সরকার।
বাংলাদেশ সরকার যে কোনো ধরনের সহিংস কর্মকাণ্ডের নিন্দা জানাচ্ছে উল্লেখ করে এতে আরও লেখা হয়, কলকাতায় উপ হাইকমিশন ও ভারতে বাংলাদেশের সব কূটনৈতিক মিশনের পাশাপাশি সব কূটনৈতিক ও কর্মীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে ভারত সরকারকে আহ্বান জানাচ্ছে বাংলাদেশ।