চ্যাম্পিয়ন কলকাতাকে উড়িয়ে আইপিএল শুরু করেছে বেঙ্গালুরু। গতকাল শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে স্বাগতিক দর্শকদের মন ভেঙে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলি ও ফিল সল্টের আগ্রাসী হাফ সেঞ্চুরিতে ১৭৫ রানের লক্ষ্যকে ছেলেখেলা করে কলকাতা নাইট রাইডার্সকে হারায় তারা। ২২ বল হাতে রেখে ৭ উইকেটে আইপিএলের উদ্বোধনী ম্যাচ জিতে বেঙ্গালুরু। টসে জিতে বোলিং নিয়ে কলকাতাকে ৮ উইকেটে ১৭৪ রানে আটকে দেয় বেঙ্গালুরু। স্বাগতিকদের হয়ে টপ অর্ডারের দুই ব্যাটার সুনীল নারিন ও আজিঙ্কা রাহানে ঝলক দেখান। তবে তাদের ছাপিয়ে গেছে বেঙ্গালুরুর ওপেনিং জুটি। ১৬.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৭ রান করে দলটি। লক্ষ্যে নেমে ২২ বলে সল্ট–কোহলি জুটির হাফ সেঞ্চুরি হয়। পাওয়ার প্লেতেও তারা অবিচ্ছিন্ন থেকে ৮০ রান তোলেন। তাতেই জয়ের ভিত গড়ে ওঠে। নবম ওভারের তৃতীয় বলে ৯৫ রানে ভাঙে এই জুটি। ৩১ বলে ৯ চার ও ২ ছয়ে ৫৬ রান করেন সল্ট। দেবদূত পাডিক্কাল (১০) দ্রুত আউট হওওয়ার পর অধিনায়ক রজত ক্যামিও ইনিংস খেলেন। ১৬ বলে ৫ চার ও ১ ছয়ে ৩৪ রান করেন অধিনায়ক। কোহলির সঙ্গে তার জুটি ছিল ৪৪ রানের। কোহলি ও লিয়াম লিভিংস্টোন ১৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ জিতিয়ে আসেন। কোহলি ৩৬ বলে চারটি চার ও তিনটি ছয়ে ৫৯ রানে অপরাজিত ছিলেন। জয়সূচক রান করা লিভিংস্টোন ১৫ রানে অপরাজিত ছিলেন। কলকাতার পক্ষে বরুণ চক্রবর্তী সুবিধা করতে পারেননি। ৪ ওভারে সর্বোচ্চ ৫৪ রান দেন তিনি, নেন এক উইকেট। বেঙ্গালুরুর হারানো বাকি দুই উইকেট ভাগাভাগি করেন বৈভব অরোরা ও নারিন। ইডেন গার্ডেন্সে আগে ব্যাটিংয়ে নামে কলকাতা। ইনিংসের পঞ্চম বলে কুইন্টন ডি কক (৪) ফিরে যান। ৪ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর নারিন ও রাহানে ওই ধাক্কা সামলে নেন। দশম ওভারের শেষ বলে তাদের ছাড়াছাড়ি হয়। দুজনে মিলে ১০৩ রান তোলেন। নারিন ২৬ বলে ৫ চার ও ৩ ছয়ে ৪৪ রান করেন। তিন বলের মধ্যে রাহানেও ফিরে যান। ৩১ বলে ৬ চার ও ৪ ছয়ে ৫৬ রান করেন কলকাতা অধিনায়ক। তারপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে স্বাগতিকরা। অংক্রিশ রাঘুবংশী ২২ বলে ৩০ রান করে দলীয় স্কোর দেড়শ পার করতে ভূমিকা রাখেন। এছাড়া রিংকু সিং (১২) দুই অঙ্কের ঘরে রান করেন। বেঙ্গালুরুর পক্ষে ক্রুনাল পান্ডিয়া সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি পান জশ হ্যাজেলউড। একিট করে উইকেট নেন যশ দয়াল, রাসিখ সালাম ও সুয়াশ শর্মা।