কর সুবিচার, স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষার দাবিতে নাগরিক সম্মিলন

জিক্যাপ, এসডিজি, এনআরডিএস’র আয়োজন

| রবিবার , ১৯ অক্টোবর, ২০২৫ at ১০:৫৫ পূর্বাহ্ণ

কর সুবিচার, স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষার দাবিতে জিক্যাপ, এসডিজি একশন এলায়েন্স এবং এনআরডিএস’র যৌথ আয়োজনে নাগরিক সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টায় চটগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত সম্মিলনে বিভিন্ন উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সমাবেশে উঠে আসে নাগরিক কণ্ঠস্বর, উন্নয়ন অংশীজনের অভিজ্ঞতা, যুবসমাজের প্রত্যাশা ও দৃঢ় অঙ্গীকার।

এনআরডিএস এর নির্বাহী পরিচালক আবদুল আউয়াল তার স্বাগত বক্তব্যে বলেন, ন্যায্য কর নীতি ও সামাজিক সুরক্ষা কেবল অর্থনৈতিক ন্যায় বিচারই নয় বরং এটি একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের পূর্বশর্ত। স্বাস্থ্যসেবা এখনও অনেকের নাগালের বাইরে। সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, যা পূরণ না হলে দারিদ্র্য ও বৈষম্য আরও বৃদ্ধি পাবে। তিনি উল্লেখ করেন, সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ ও বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে যাতে কর্মহীন, প্রবীণ, নারী ও শিশুদের জীবনমান উন্নত হয়।

সম্মিলনে বক্তারা বলেন, কর ব্যবস্থায় সুবিচার প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। দেশের সম্পদ বৈষম্য কমাতে হলে ধনীদের ন্যায্য কর প্রদান নিশ্চিত করতে হবে এবং সেই টাকা দিয়ে জনগণের মৌলিক অধিকার, স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষায় বিনিয়োগ করতে হবে।

উন্নয়ন সংস্থা প্রত্যাশী’র নির্বাহী পরিচালক মনোয়ারা বেগমের সভাপতিত্বে প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন উৎস’র নির্বাহী পরিচালক মোস্তফা কামাল কামাল যাত্রা, এডাব’র কাউসার আলম কনক, এলমা’র প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, এডাব’র পরিচালক এ কে এম জসিম উদ্দিন, এইড কুমিল্লা’র নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালী, এসো গড়ি উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক মো. আবদুল আউয়াল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধইপিজেড মহাজনঘাটায় দীপাবলী উৎসব কাল শুরু
পরবর্তী নিবন্ধআওয়ামী শাসনামলে চমেকের হলগুলো ছিল আয়নাঘর