কর প্রদান সহজীকরণে সরকার আন্তরিক

উইম্যান চেম্বারের অনুষ্ঠানে কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ

| বুধবার , ১৮ মে, ২০২২ at ৮:৩৯ পূর্বাহ্ণ

 

 

নারী উদ্যোক্তারা ৫ বছরের জন্য ট্যাক্স হলি ডে দাবি করেছে। তাদেরকে ৫ বছরের জন্য সকল ধরনের আয়কর প্রদান থেকে অব্যাহতি দেয়ারও আহ্বান জানানো হয়েছে। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত ‘কেমন বাজেট চাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এই দাবি জানানো হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কর অঞ্চল১ এর কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ। তিনি বিষয়টি নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ে আবেদন করার জন্য সমিতির সদস্যদের পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, যাদের ব্যবসায় বাৎসারিক ৭০ লক্ষ টাকা পর্যন্ত টার্ণওভার তাদেরকেও কর প্রদান করতে হয় না। কর প্রদান ও কর আদায়ে স্বচ্ছতা ও সহজীকরণের জন্য সরকার অত্যন্ত আন্তরিক। অতীতের তুলনায় নারীদের জন্য বর্তমানে কর প্রদানের ক্ষেত্রে নানান নিয়মাবলী অনেক সহজ করা হয়েছে। ভবিষ্যতে এই সমস্ত নিয়মকানুন আরও নারী বান্ধব হবে বলে আমি মনে করি।

তিনি বলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কসার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যদের বাজেট প্রস্তাবনা সমূহ আমরা যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ করবো। আশা করি আগামী বাজেটে এর কিছুটা হলেও প্রতিফলন ঘটবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইসপ্রেসিডেন্ট ডা. মুনাল মাহবুব। তিনি বলেন, জাতীয় বাজেট নারী বান্ধব বাজেট হউক। কোভিডপরবর্তী সময়ে আমাদের সিএমএসএমই খাতের নারী উদ্যোক্তারা যাতে ভ্যাটট্যাঙসহ বিভিন্ন নিয়মনীতির উর্ধ্বে এসে পুনরায় তাদের ব্যবসায় মনোনিবেশ করতে পারে। আমরা একটি নারী উদ্যোক্তা বান্ধব বাজেট আশা করছি। যার মাধ্যমে বৈশ্বিক মহামারীতে ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তারা পুনরুজ্জীবিত হতে পারে।

চিটাগাং উইম্যান চেম্বার অব কসার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইসপ্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট ইনচার্জ আবিদা মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চিটাগাং উইম্যান চেম্বারের প্রাক্তন সিনিয়র ভাইসপ্রেসিডেন্ট ও পরিচালক রোকসানা আক্তার চৌধুরী রুহি মোস্তফা। সভাপতির বক্তব্যে আবিদা মোস্তফা বলেন, আমরা নারী উদ্যোক্তারা পুরুষের তুলনায় অনেক বেশী পিছিয়ে আছি। আমাদেরকে সামনে এগিয়ে নিতে হলে সব কিছুতেই কিছুটা ছাড় দিয়ে নারী উদ্যোক্তাদের কল্যাণ ও উন্নয়নমূলক বাজেট পেশ করতে হবে, এটাই আমরা আশা করি। বিশেষ করে ট্রেড লাইসেন্স গ্রহণের ক্ষেত্রে অগ্রীম ট্যাঙ প্রদানসহ অসঙ্গতিমূলক সব ধরনের করের প্রথা বাতিল করে একটি নারী উদ্যোক্তা বান্ধব কর নীতিসহ বাজেট প্রণয়নের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স জেলার ৪র্থ কেবিনেট মিটিং
পরবর্তী নিবন্ধবৃষ্টির কারণে বিলম্বে শুরু হচ্ছে চতুর্থ দিনের খেলা