কর আপিল অঞ্চল-চট্টগ্রামের আপিল পর্যায়ে সেবা বিষয়ে গণশুনানি

| মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:০৭ পূর্বাহ্ণ

কর আপিল অঞ্চলচট্টগ্রাম এ আপিল পর্যায়ে সেবা বিষয়ে এক গণশুনানি অনুষ্ঠিত হয়। গত ১৪ সেপ্টম্বর কর আপিল অঞ্চল চট্টগ্রাম এর সম্মেলন কক্ষে কর কমিশনার শামিনা ইসলাম এর সভাপতিত্বে গণশুনানি অনুষ্ঠানে সাইফুল আলম, কর কমিশনার, কর অঞ্চল, চট্টগ্রাম, এস কে বসাক,এরাদেতুল্লাহ, আয়কর আইন এর উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এছাড়া মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী, অতিরিক্ত সহকারী কর কমিশনার, সদর দপ্তর (প্রশাসন), কর আপিল অঞ্চল চট্টগ্রাম, মানস দাস গুপ্ত, আইটিপি আইনজীরী আবু তৈয়ব, পার্থ প্রতীম পাল, ইমাম হোসেন, এস এম মাহবুব হোসেন, রুবেল রায় চৌধুরী, আইটিপি, এমেএম মামুনুর রশিদ, গৌতম কর্মকার কর পরিদর্শক, মোহাম্মদ ইরশাদ হোসেন চৌধুরী, কর পরিদর্শক সহ আরো অনেক করদাতা গণশুনানি অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেদের মতামত প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ রাউজান উপজেলা বাস্তবায়নের দাবি
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে চেক প্রতারণা মামলায় শিক্ষক গ্রেপ্তার