চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নব নির্বাচিত কার্যকরী সংসদ গত ১৫ এপ্রিল দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান সমিতির ১ নং মিলনায়তন, সিজিও বিল্ডিং–১, আগ্রাবাদে অনুষ্ঠিত হয়। শুরুতে নব নির্বাচিত কার্যকরী সংসদের কর্মকর্তা ও সদস্যগণকে ফুল দিয়ে বরণ করেন বিদায়ী কার্যকরী সংসদের কর্মকর্তা ও সদস্যগণ। ফুল দিয়ে বরণ পর্ব শেষে বিদায়ী সভাপতি মো. আবু তাহের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আবুল কালামকে সংবিধান হস্তান্তর এবং বিদায়ী সাধারণ সম্পাদক বাকাউল্লা চৌধুরী (ইরান) নব নির্বাচিত সাধারণ সম্পাদক মো. সরওয়ার আলম ভূঁইয়া (শিমুল) কে সমিতির চাবি হস্তান্তরের মাধ্যমে দায়িত্বভার অর্পণ করেন। বিদায়ী সভাপতি মো. আবু তাহেরের বক্তব্যে নব নির্বাচিত কার্যকরী সংসদকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন। নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক মো. সরওয়ার আলম ভূঁইয়া (শিমুল) সমিতির সকল কার্যক্রম পরিচালনায় সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং কর আইন পেশার উৎকর্ষ সাধনের জন্য নবীন ও প্রবীণের সমন্বয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, সমিতির প্রাক্তন সভাপতি মোহাম্মদ মুছা, অ্যাডভোকেট মো. ওমর ফারুক, প্রাক্তন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সোলায়মান ও প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কে এস আব্বাসী। উপস্থিত ছিলেন নব নির্বাচিত কার্যকরী কমিটির সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইমাম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন, অর্থ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মতিন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইউসুফ, গ্রন্থাগার, ম্যাগাজিন এবং তথ্য প্রযুক্তি সম্পাদক ফরিদ সরকার, সমাজ কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর এবং কার্যনির্বাহী সদস্যবৃন্দ মোহাম্মদ আবুল কালাম, ধর্মেন্দু কর, মো. কবির ফারুক, নাজিম উদ্দিন, নুরুল আজিম, মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ রফিকুল ইসলাম (লিংকন), রশীদ আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ তসলিমুল আলম। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির নব নির্বাচিত কার্যনির্বাহী সদস্য নুরুল আজিম, পবিত্র গীতা থেকে পাঠ করেন বিদায়ী সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক রিংকু দত্ত। প্রেস বিজ্ঞপ্তি।