কর আইনজীবী সমিতির ফুটবল টুর্নামেন্টে মেঘনা দলের জার্সি উন্মোচন

| শুক্রবার , ১৭ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কর আইনজীবী সমিতির ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী মেঘনা দলের জার্সি উন্মোচন হয়েছে। গতকাল বুধবার কর আইনজীবী সমিতির সভাপতি এনায়েত উল্লাহ প্রধান অতিথি হিসেবে জার্সি উন্মোচন করেন। মেঘনা দলের ম্যানেজার অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সোলাইমান, যুগ্ম সম্পাদক আনোয়ারুল আজিম চৌধুরী, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক সরওয়ার আলম শিমুল, লইয়ার ট্যুর ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন, অ্যাডভোকেট খাইরুদ্দিন মাহমুদ চৌধুরী হিরো, দলের অধিনায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, কো-অর্ডিনেটর সালাউদ্দিন, সহ কো-অর্ডিনেটর মোজাফফর হোসেন রাহাত। উল্লেখ্য, ১৭ ও ১৮ সেপ্টেম্বর নগরের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কর আইনজীবী সমিতির ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টে ৪টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।

পূর্ববর্তী নিবন্ধব্রাদার্স ইউনিয়ন ও মোহামেডান ব্লুজ ফুটবল দলের অনুশীলন উদ্বোধন
পরবর্তী নিবন্ধউদয়ন সংঘ ফুটবল দলের অনুশীলন শুরু