কর অঞ্চল-২ এ আয়কর বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর, ২০২৪ at ৭:১৪ পূর্বাহ্ণ

নগরীর আগ্রবাদ কর অঞ্চল২ এ আয়কর রিটার্ন দাখিল বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে আয়কর বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন কর অঞ্চল২ এর কমিশনার মো. আবদুস সোবহান। তিনি বলেন, বাংলাদেশের কর ব্যবস্থাপনার ইতিহাসে অনলাইনে রিটার্ন দাখিল একটি যুগান্তকারী পদক্ষেপ।

বিভিন্ন ব্যাংক ও রিয়েল এস্টেট কোম্পানি, ইউনিলিভার, কোরিয়ান ইপিজেডস্থ কয়েকটি কোম্পানিসহ দেশবিদেশের প্রায় অর্ধশত প্রতিষ্ঠানের ৬০ জন কর্মকর্তা উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত কর কমিশনার ফরিদ আহমেদ এবং যুগ্ম কর কমিশনার তাছলিমা ইসলাম। কর্মশালার মূল পর্ব উপস্থাপনা করেন সহকারী কর কমিশনার মো. সেলিম হোসেন।

কর্মশালায় বক্তারা বলেন, চলতি অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ড কতিপয় প্রতিষ্ঠানের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি করেছে। অনলাইনে রিটার্ন দাখিলের প্রক্রিয়া জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের নিজস্ব উদ্ভাবনী একটি ওয়েবসাইটের মাধ্যমে পরিচালিত হচ্ছে। একজন করদাতা ইরিটার্ন ওয়েবসাইট (বঃধীহনৎ.মড়া.নফ)-এ লগইন করে রিটার্ন ফর্ম পূরণ কাযর্ক্রম শুরু করতে পারেন। প্রথমেই একজন করদাতা নিজস্ব টিআইএন এবং বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বর ব্যবহার করে উক্ত ওয়েব পোর্টালে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। এনআইডি সার্ভারের সাথে উক্ত টিআইএন সম্পর্কিত।

রেজিস্ট্রেশন সম্পন্ন হলে রিটার্ন ফরম পূরণের জন্য ওয়েবসাইটে প্রবেশ করতে হয়। করদাতার আয়ের ধরন বিবেচনায় ৭টি খাত থেকে প্রয়োজন অনুযায়ী খাত নির্বাচন করতে হবে। প্রদর্শিত ছকে তথ্যসমূহ যথাযথভাবে ইনপুট দিয়ে পরবর্তী ধাপে যাওয়া যাবে। খাত অনুযায়ী সকল ফরম পূরণ হলে এ ওয়েবসাইটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে আয় নিরূপণ ও কর পরিগণনা সম্পন্ন হবে। প্রদেয় কর পরিশোধ করে রিটার্ন দাখিল প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। এচালান, বিকাশ, নগদ, মোবাইল ব্যাংকিং সহ ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যামে কর পরিশোধ করা যাবে। অতঃপর করদাতা রিটার্নটি সাবমিট/দাখিল করবেন।

উল্লেখ্য যে, ওয়েবসাইটটির ব্যবহার খুব সহজবোধ্য হওয়ায় ইতোমধ্যে তা করদাতাদের নিকট জনপ্রিয় হয়ে উঠেছে। গত দুইমাসে কর অঞ্চল, চট্টগ্রামে প্রায় ৯০০০ এর অধিক করদাতা অনলাইনে ইরিটার্ন দাখিল করেছেন।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন,সংস্কারসহ নানা দাবি
পরবর্তী নিবন্ধলঙ্কা টি-টেনে বাংলা টাইগার্সের হার