মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়ায় পরিবর্তনের আভাস দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল।
গতকাল রোববার ঢাকায় প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর তিনি জানান, কর্মী নিয়োগের জন্য করা সমঝোতা স্মারকে (এমওইউ) পরিবর্তন, অভিবাসন ব্যয় কমানোসহ আরও নতুন সংযোজনের কথা এসেছে। দুদিনের সফরে শনিবার ঢাকায় পৌঁছান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ইসমাইল। গতকাল প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বৈঠকের পর যৌথ ব্রিফিংয়ে আসেন তিনি।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা অভিবাসন ব্যয় কমিয়ে আনতে চাই। আগামী দিনে দুই দেশের প্রতিনিধিরা বসবে। আমরা আগের করা সমঝোতা চুক্তি নিয়ে কথা বলেছি। দুই দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা যাচাই–বাছাই করবেন যে এমওইউতে পরিবর্তন আনার প্রয়োজন আছে কিনা? আজকের আলোচনার একটা বড় অংশ নিয়ে ছিল এই চুক্তি। মালয়েশিয়া সরকার প্রক্রিয়াকে সহজতর করতে চায় যাতে মূল লক্ষ্যে পৌঁছানো যায়।’