কর্মীদের সালাম নিতে কষ্ট হয়, সুন্দরীর সাথে দাঁত খিলিয়ে সেলফি তুলি : স্বপন

আজাদী প্রতিবেদন | রবিবার , ১০ অক্টোবর, ২০২১ at ৬:২২ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, আমরা অনেকেই নেতা হওয়ার পরে আর তৃণমূলের দিকে ফিরে তাকাই না। স্বাভাবিক শিষ্টাচার, সৌজন্যটুকু পর্যন্ত দেখাই না। কর্মীরা সালাম দিলে তাদের সালাম নিতে আমাদের কষ্ট হয়। অথচ সুন্দরী বালিকা এসে যদি সেলফি তোলার আবদার করে, আমরা দাঁত খিলিয়ে তাদের সঙ্গে সেলফি তুলি। গতকাল শনিবার দুপুরে আওয়ামী লীগের সাবেক প্র্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সারের স্মরণসভায় তিনি এসব কথা বলেছেন। নগরীর জামালখানে রীমা কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগ যৌথভাবে এই স্মরণসভার আয়োজন করে।

পূর্ববর্তী নিবন্ধ৫ কোটি টাকার স্বর্ণসহ আটক নিরাপত্তা কর্মী
পরবর্তী নিবন্ধইউনিট-ওয়ার্ড সম্মেলন শেষ হবে ডিসেম্বরের মধ্যে