কর্মীদের আর্থিক সুরক্ষা বাড়ানোর জন্য এলবিয়ন গ্রুপ অনবোর্ড করল ওয়েজলি

| শনিবার , ২৪ আগস্ট, ২০২৪ at ১১:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের প্রতিষ্ঠিত শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি এলবিয়ন গ্রুপ তাদের কর্মীদের আর্থিক সুরক্ষা বাড়ানোর লক্ষ্যে ওয়েজলির আর্নড ওয়েজ অ্যাকসেস (ইডব্লিউএ) চালু করেছে। এর মাধ্যমে এলবিয়ন গ্রুপের কর্মীরা মাসের যেকোনো সময়ে তাদের উপার্জিত বেতনের একটি অংশ নিতে পারবেন।

এ অংশীদারত্বের চুক্তি স্বাক্ষর করেন এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত ও ওয়েজলি বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর নূর এলাহী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলবিয়ন গ্রুপের হেড অব সেলস তুহিনুল ইফতেহা, ওয়েজলি বাংলাদেশের এভিপি বিজনেস ডেভেলপমেন্ট জামশেদ হাসান, এলবিয়ন গ্রুপের হেড অব অ্যাকাউন্টস আসিফ এবং ওয়েজলি বাংলাদেশের লিড অব বিজনেস ডেভেলপমেন্ট কায়সার ফারহাদসহ উভয় প্রতিষ্ঠানের অন্য সিনিয়র ব্যক্তিরা।

ওয়েজলি এশিয়ার বৃহত্তম এবং দ্রুত বর্ধনশীল, পুরস্কারপ্রাপ্ত আর্থিক সুরক্ষা প্ল্যাটফর্ম, যা মধ্য ও নিম্ন আয়ের কর্মীদের দৈনিক উপার্জনের দৃশ্যমান্যতা এবং উপার্জিত বেতনের তাৎক্ষণিক অ্যাক্সেস প্রদান করে। যা কর্মীদের টার্নওভার হ্রাস, ধারণ ক্ষমতা এবং ব্যবসার সঞ্চয় বাড়াতে সাহায্য করে। বর্তমানে ওয়েজলি বাংলাদেশের ১৫০টিরও বেশি কোম্পানিকে সেবা প্রদান করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য নামগুলো হলো কেডিএস, এসকিউ গ্রুপ, অনন্ত, গুডঅর্থ অ্যাপারেলস, ডিএএফ ইন্টারন্যাশনাল, উর্মি ইত্যাদি। এলবিয়ন গ্রুপ একটি সুপ্রতিষ্ঠিত ফার্মাসিউটিক্যাল কোম্পানি যা বিগত ৩০ বছরেরও বেশি সময় ধরে কার্যক্রম পরিচালনা করছে এবং ৫৫০টিরও বেশি নিবন্ধিত পণ্য দিয়ে বাংলাদেশ এবং বিদেশে সেবা প্রদান করছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম চেম্বারকে পরিবারতন্ত্রের বলয়মুক্ত করার দাবি
পরবর্তী নিবন্ধঅপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ক্লাবের ঐতিহ্য ও মর্যাদা সমুন্নত রাখার আহ্বান