কর্মীকে ১৫শ কোটির ২২তলা বাড়ি উপহার!

| বৃহস্পতিবার , ২৭ এপ্রিল, ২০২৩ at ১০:৫৭ পূর্বাহ্ণ

মনোজ মোদি আশির দশকে রিলায়েন্সে যোগ দিয়েছিলেন। সময়ের সঙ্গে তিনি হয়ে ওঠেন মুকেশ আম্বানির ডান হাত। করোনার সময়ে ফেসবুকের সঙ্গে জিওর প্রায় ৪৩ হাজার কোটি রুপির একটি চুক্তি হয়। এর পেছনেও অন্যতম হাত ছিল মনোজ মোদির। আর সে কারণেই দীর্ঘদিনের কর্মী মনোজ মোদিকে যথার্থই মূল্য দিলেন মুকেশ আম্বানি। উপহার হিসাবে তার হাতে তুলে দিলেন মুম্বাইয়ের অভিজাত এলাকায় দেড় হাজার কোটি রুপির ২২তলার অট্টালিকা। খবর বাংলানিউজের।

উপহারের ভবনটি মুম্বাইয়ের খুব দামি এলাকা নেপিয়ান সি রোডের। কয়েক মাস আগেই এই উপহার দেন মুকেশ আম্বানি। এই রোডে প্রতি বর্গফুট আবাসন সম্পত্তির দাম সাধারণত ৪৫ হাজার ১০০ থেকে ৭০ হাজার ৬০০ রুপি। সেই হিসাবে মনোজ মোদির এই নতুন বহুতলের মোট দাম প্রায় দেড় হাজার কোটি রুপি। প্রতিটি ফ্লোর ৮ হাজার বর্গফুটের। মনোজ মোদির কেন এতটা গুরুত্ব? রিলায়েন্সের যুগান্তকারী বিভিন্ন চুক্তির সাফল্যের পেছনে অন্যতম মাথা এই মনোজ মোদি। মুকেশ আম্বানির পর এখন আকাশ আম্বানি ও ইশা আম্বানির সঙ্গে কাজ করছেন মনোজ। জিও থেকে শুরু করে রিলায়েন্স রিটেলের কাজকর্ম দেখছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধচাঁদে অবতরণের আগেই বিধ্বস্ত জাপানি মহাকাশযান
পরবর্তী নিবন্ধমস্কোয় ইরান রাশিয়া তুরস্ক ও সিরিয়ার ‘গঠনমূলক আলোচনা’