কর্মহীন ৩৫০ জনের মাঝে নগদ অর্থ প্রদান

কৈনপুরা সচেতন সংঘের উদ্যোগ

| বৃহস্পতিবার , ২০ মে, ২০২১ at ১০:৩৫ পূর্বাহ্ণ

কৈনপুরা সচেতন সংঘের উদ্যোগে কর্মহীন ৩৫০ জনের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। গত ১৮ মে কৈনপুরা ওয়ার্ড, মহতর পাড়া ও চাতরী ওয়ার্ড, দৌলতপুর ওয়ার্ড, বড় উঠান ওয়ার্ডে এসব বিতরণ করা হয়। সংগঠনের উপদেষ্টা আমেরিকান প্রবাসী ডা. প্রশান্ত দত্ত, ইঞ্জিনিয়ার দিগন্ত দত্ত, অষ্ট্রেলিয়ান প্রবাসী শভ্য শাচী দত্তের সার্বিক সহযোগিতায় কোভিট-১৯ এর কারণে কর্মহীন ৩৫০ জনকে ৫০০ টাকা করে এ নগদ অর্থ প্রদান করা হয়।
কৈনপুরা সচেতন সংঘের উপদেষ্টা প্রদীপ দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা থানার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল মনছুর মোহাম্মদ মঈন উদ্দিন। প্রধান আলোচক ছিলেন ৮নং চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুছ ছফা মেম্বার।
এসময় আরও উপস্থিত ছিলেন কৈনপুরা বৈদিক গীতা শিক্ষা বিদ্যালয়ের সাধারণ সম্পাদক রঞ্জন দত্ত, সুরজিত দত্ত সৈকত, ডা. পরিতোষ দত্ত, কৈনপুরা ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রনধীর দত্ত, কৈনপুরা সচেতন সংঘের সভাপতি সুশান্ত দত্ত, সাধারণ সম্পাদক প্রণতোষ দত্ত, শ্রীকান্ত দত্ত, দিবাকর দত্ত, বিপ্লব দত্ত, রিপন দত্ত, ভাস্কর দত্ত, কাজল দাশ, অবিনাশ দাশ, দেবাশীষ দাশ, পলাশ দাশ, রিপন দাশ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ভবতোষ দত্ত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুস্থদের সহায়তায় বিত্তশালীদের এগিয়ে আসা উচিত
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ