বোয়ালখালী উপজেলায় করোনাকালে নিম্নআয়ের মানুষের জন্য খাদ্য অধিদপ্তর কর্তৃক ও এম এস ডিলারদের মাধ্যমে খাদ্য শস্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বোয়ালখালী উপজেলার বিভিন্ন স্পটে খাদ্য অধিদপ্তরের ওএমএস কার্যক্রম ভার্চুয়ালি উদ্বোধন করেন সাংসদ মোছলেম উদ্দিন আহমদ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে মোছলেম উদ্দিন আহমদ বলেন, কর্মহীন নিম্নআয়ের মানুষকে বাঁচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার। জনগণকে মহামারী করোনা থেকে বাঁচাতে লকডাউনের পাশাপাশি কর্মসংকটে পড়া নিম্ন আয়ের মানুষকে খাদ্য সহায়তার ব্যবস্থা করেছেন শেখ হাসিনা সরকার। করোনা দুর্যোগে প্রধানমন্ত্রীর নির্দেশে এ কার্যক্রম চালু করা হয়েছে। এ খাদ্যশস্য বিতরণকালে অসহায় মানুষ যাতে সঠিকভাবে নিতে পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি কর্মহীন অসহায় পরিবারের সহায়তায় সরকারের পাশাপাশি যারা সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খোন্দকার মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি মো. আবদুল মান্নান রানা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মো. শহিদুল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।