কর্মসূচিতে অনুপস্থিত নেতাদের কমিটি থেকে বাদ দেয়া হবে

হরতাল বিরোধী শান্তি ও উন্নয়ন সমাবেশে আ জ ম নাছির

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১০ নভেম্বর, ২০২৩ at ৬:৪১ পূর্বাহ্ণ

বিএনপিজামায়াতের হরতালঅবরোধের নামে জ্বালাও পোড়াও সহ নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশেসহ মিছিল মিটিংয়ে ওয়ার্ড, থানাইউনিট আওয়ামী লীগের সাংগঠনিক কমিটির যেসব নেতৃবৃন্দ অনুপস্থিত থাকবেন তাদের দ্রুত সময়ের মধ্যে কমিটি থেকে বাদ দেয়া হবে বলে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে স্ব স্ব ওয়ার্ড বা থানা কমিটির শীর্ষ নেতৃবৃন্দকে অনুপস্থিত নেতাদের তালিকা প্রস্তুত করে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কাছে জমা দেয়ার নির্দেশনাও দিয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

গতকাল বৃহস্পতিবার বিএনপিজামায়াতের হরতাল নামের নৈরাজ্যের প্রতিবাদের জনগণের জানমাল রক্ষায় নগরীর অক্সিজেন মোড় চত্বরে বায়েজিদ থানা আওয়ামী লীগ, বহদ্দারহাট মোড় চত্বরে চান্দগাঁও থানা আওয়ামী লীগ, মুরাদপুর মোড় চত্বরে ৮ নম্বর শুলকবহর ও ৪২ নম্বর সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবশে প্রধান অতিথির বক্তব্যে নেতাদের উদ্দেশ্যে তিনি এই সতর্কবার্তা উচ্চারণ করেন। নেতাদের উদ্দেশ্যে আ জ ম নাছির উদ্দিন বলেন, দলের পদপদবি ব্যবহার করবেন, দলকে নিজের স্বার্থে ব্যবহার করবেন। আর দলের প্রয়োজনে আপনারা কাজে লাগবেন না এমনটি হতে দেয়া যাবে না।

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের উদ্যোগে নগরীর ১৯টি পয়েন্টে বিএনপিজামায়াত চক্রের চলমান হরতালঅবরোধের প্রতিবাদে মহানগর আওয়ামী লীগ আওতাধীন ওয়ার্ড, থানা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই ১৯টি পয়েন্টের দায়িত্ব দেয়া হয়েছে মহানগর আওয়ামীলীগের সকল কর্মকর্তা ও সদস্যসহ থানা ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মী এবং আওয়ামীলীগের ওয়ার্ড কাউন্সিলরদের।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনার হাত ধরে দেশের অর্থনীতি ও অগ্রগতি পৌঁছে গেছে অনন্য উচ্চতায়
পরবর্তী নিবন্ধনির্বাচন ছাড়া অন্য কোনো পথে ক্ষমতায় যাওয়া যাবে না