কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে এইচএম স্টিল

জুলধায় কারখানার কার্যক্রম উদ্বোধনে ভূমিমন্ত্রী বার্ষিক উৎপাদন সক্ষমতা ৪ লাখ মেট্রিকটন

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ৭ মার্চ, ২০২১ at ৬:১৫ পূর্বাহ্ণ

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে এইচএম স্টিল। করোনা মহামারীর মধ্যে এই শিল্প গ্রুপের অগ্রযাত্রা আমাদের অনুপ্রাণিত করেছে। আমার বিশ্বাস, এই শিল্প প্রতিষ্ঠান এলাকার উন্নয়নেও সহায়ক ভূমিকা পালন করবে।
কর্ণফুলী উপজেলার জুলধায় মোস্তফা হাকিম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এইচএম স্টিল অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আনুষ্ঠানিক উৎপাদন কার্যক্রম উদ্বোধন করা হয় গতকাল; এ উপলক্ষে বেলা ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভূমিমন্ত্রী।
তিনি বলেন, একটি শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে উদ্যোক্তাদের অনেক ধরনের সমস্যায় পড়তে হয়। সব সমস্যা মোকাবেলা করে এইচএম স্টিল শিল্প কারখানা উৎপাদন শুরু করতে যাচ্ছে।
তিনি বলেন, কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, অগ্রাধিকার ভিত্তিতে ও যোগ্যতানুসারে যেন এলাকার লোকের কর্মসংস্থান সৃষ্টি করা হয়।
পাশাপাশি এলাকাবাসীরাও যেন এমন কোনো দাবি না করেন, যাতে এলাকার ভাবমূর্তি নষ্ট হয়। এতে প্রতিষ্ঠানের অগ্রযাত্রা ক্ষতিগ্রস্ত হবে। বাধা সৃষ্টি হবে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে। মনে রাখতে হবে, এই প্রতিষ্ঠান শুধু সাবেক মেয়র মনজুর আলমের নয়। এটি এলাকাবাসীর ও দেশের জাতীয় সম্পদ। এর অগ্রগতিতে একদিন পুরো এলাকা আলোকিত হবে।
ভূমিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে। এ কারণে করোনা মহামারিতেও দেশের উন্নয়নযাত্রা থেমে নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সীতাকুণ্ডের সাংসদ দিদারুল আলম বলেন, স্ব্বাধীনতার মাসে এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় আমি আনন্দিত। কর্তৃপক্ষের কাছে আমার দাবি, এই প্রতিষ্ঠান করতে গিয়ে এলাকার যেসব মানুষ জমি, শ্রম ও সহযোগিতা দিয়ে এগিয়ে এসেছেন, অগ্রাধিকার ভিত্তিতে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত জামিল বলেন, এইচএম স্টিলের উন্নয়ন অগ্রযাত্রায় আমরা গর্বিত। কেননা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এই শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগে এগিয়ে এসেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোস্তফা হাকিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, এইচএম স্টিল অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও সাবেক সিটি মেয়র এম মনজুর আলম। তিনি বলেন, ১৯৮৪ সাল থেকে মোস্তফা হাকিম গ্রুপ স্টিল উৎপাদনের সাথে সরাসরি সম্পৃক্ত। গোল্ডেন আয়রন, গোল্ডেন স্টিল এবং গোল্ডেন ইস্পাতের পর আজকে এইচএম স্টিল অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের যাত্রা। তিনি জানান, এ মিলের বার্ষিক উৎপাদন সক্ষমতা ৪ লাখ মেট্রিকটন; যা থেকে বিলেট, এমএস রড ৫০০-৫৫০ডও ৪০০/৬০ গ্রেড, অ্যাঙ্গেল, স্কয়ার বার, ফ্লাট বার ও চ্যানেল উৎপাদিত হবে।
তিনি বলেন, যৌথভাবে মোস্তফা হাকিম গ্রুপের দুটি প্রতিষ্ঠান গোল্ডেন ইস্পাত ও এইচএম স্টিলের সর্বমোট বার্ষিক পণ্য উৎপাদন ক্ষমতা হবে ৬ লাখ মেট্রিক টন। ফলশ্রুতিতে সরকারি কোষাগারে আয়কর, শুল্ক, সূচক মিলে বার্ষিক ৪০০ কোটি টাকার বেশি রাজস্ব জমা হবে।
তিনি বলেন, বাংলাদেশ সরকারের গৃহীত ভিশন ২০৪১ বাস্তবায়নে এ প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা পালন করবে। পাশাপাশি ১ হাজার ৫০০ জনেরও বেশি লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মোস্তফা হাকিম গ্রুপের মহা ব্যবস্থাপক নিপুন চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান ও এইচএম স্টিলের পরিচালক বোরহান উদ্দিন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, ইউএনও শাহিনা সুলতানা, সহকারী পুলিশ সুপার ইয়াছির আরাফাত, এইচএম স্টিল অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিজামুল আলম, পরিচালক মোহাম্মদ সরওয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুর আলম, কর্ণফুলীর ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম নিশি, জুলধা ইউপি আওয়ামী লীগের সভাপতি আমির আহমেদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচিরকুট লিখে চির বিদায়
পরবর্তী নিবন্ধকোরিয়া থেকে কেনা হচ্ছে রেলের ১৫০ কোচ, ২০ ইঞ্জিন