কর্মবিরতিতে স্বাস্থ্য সহকারীরা

বেতন বৈষম্য নিরসনের দাবি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২০ at ৫:৫৮ পূর্বাহ্ণ

নিয়োগ বিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য সহকারীরা। গতকাল বৃহস্পতিবার থেকে তারা এই কর্মসূচি শুরু করেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায়ও এই কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ হেলথ অ্যাসিসটেন্ট এসোসিয়েশন চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মিজান উদ্দিন।
আন্দোলনরত স্বাস্থ্য সহকারীরা বলেন- স্বাস্থ্য বিভাগের অধীন স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন বৈষম্য নিরসনের দাবিতে দীর্ঘ দিন ধরে দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু দফায় দফায় আলোচনা ও আশ্বাসের পরও দাবি পূরণ না হওয়ায় এ কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়েছেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান সংগঠন সংশ্লিষ্টরা। আন্দোলরতদের দাবি- দেশের সব মহামারিকালে ঝুঁকি নিয়ে তারা কাজ করেন। দেশে করোনা সংক্রমণ শুরু হলে নিজেদের করোনা আক্রান্তের ঝুঁকির কথা ভুলে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে গার্মেন্টস কর্মী, ঢাকা ও বিদেশ ফেরতদের তালিকা তৈরি করে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেছেন। পাশাপাশি নিয়মিত ইপিআই কর্মসূচিসহ অন্য কার্যক্রমও চালিয়ে নিয়েছেন তারা।
প্রসঙ্গত, আগামী ৫ ডিসেম্বর থেকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি দীর্ঘায়িত হলে এ ক্যাম্পেইনে বিঘ্ন ঘটতে পারে বলে মত সংশ্লিষ্টদের।

পূর্ববর্তী নিবন্ধঢাকাকে উড়িয়ে শুভসূচনা চট্টগ্রামের
পরবর্তী নিবন্ধআটক ট্রলার থেকে দুই টন জাটকা জব্দ