কর্মবাজারে এগিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল (অনার্স) ডিগ্রি

| মঙ্গলবার , ১২ আগস্ট, ২০২৫ at ৪:৫৯ অপরাহ্ণ

বর্তমান চাকরির বাজারে বিবিএ-র চহিদা প্রায় সবখানে। চাকরির ক্ষেত্রে প্রায় সকল কোম্পানিতেই এ সাবজেক্টের চাহিদা প্রচুর। বিবিএ শিক্ষার্থীদের জন্য ব্যাংক, বীমাসহ বিভিন্ন সরকারি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠানের হিসাব বিভাগ, নিরীক্ষা বিভাগ, ট্যাক্স, আর্থিক প্রশাসন, আর্থিক ব্যবস্থাপনা বিভাগে রয়েছে কাজের সুযোগ।

বর্তমানে প্রায় সব আইটি সেক্টরেই রয়েছে সিএসইর আধিপত্য। পড়াশোনা শেষ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যেকোনো নামকরা কোম্পানিতে জয়েন করা যায়। শুধু সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবেই নয়, এর পাশাপাশি ওয়েব ডেভেলপার, নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ও সিস্টেম অ্যানালিস্ট হিসেবে কাজ করার সুযোগ রয়েছে ব্যাংক থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত সরকারি, বেসরকারি বিভিন্ন কোম্পানিতে !

অন্যদিকে ট্যুরিজম একটি ক্রমবর্ধমান শিল্প। সমগ্র বিশ্বে মানুষের মধ্যে ভ্রমণপ্রবণতা বাড়ছে। এরই সাথে তাল মিলিয়ে বাংলাদেশে বাড়ছে হোটেল, মোটেল, রিসোর্ট, থিম পার্ক ও বিনোদনকেন্দ্র। পর্যটনের সঙ্গে তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ: সার্ভিস ম্যানেজমেন্ট; হোটেল ম্যানেজমেন্ট; ট্যুরিজম ব্যবস্থাপনা। ফলে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে বিপুল পরিমাণে দক্ষ জনবলের প্রয়োজন হবে।

তাই জাতীয় বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার উন্নয়নের ধারাবাহিকতায় সাধারণ অনার্স কোর্সের পাশাপাশি আন্তর্জাতিক মানসম্পন্ন প্রফেশনাল অনার্স কো্র্সে এই বিষয়গুলো যুক্ত করেছে । এই প্রফেশনাল কোর্সে কর্মভিত্তিক শিক্ষা ও কর্মক্ষেত্রের সাথে শিক্ষার একটি যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়েছে ।আমাদের এই ক্ষুদ্র আয়তনের দেশের যে বিশাল জনগোষ্ঠি তাকে জনসম্পদে পরিনত করতে হলে লেখাপড়ার সিলেবাস হতে হবে কর্মমুখী।এই লক্ষ্যকে সামনে রেখেই জাতীয় বিশ্ববিদ্যালয় প্রফেশনাল কোর্সের প্রবর্তন করেছে ।

ইনস্টিটিউট অব গ্লোবাল ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেম (IGMIS) (কলেজ কোড-৪৩৯৫) চট্টগ্রামের মেহেদিবাগে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান যা বর্তমান সময়ের চাহিদাপূর্ণ তিনটি বিষয় বিবিএ,কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং ট্যুরিজম এন্ড হসপিট্যালিটি ম্যানেজমেন্ট -এই ৩টি প্রফেশনাল অনার্স ও MBA কোর্স পরিচালনা করছে ।২০০৬ সাল থেকে দীর্ঘ ১৮ বছর ধরে শতশত ছাত্রছাত্রীকে সফলতার সাথে পাঠদান করে আসছে এই কলেজ।

প্রফেশনাল কোর্স ঃ জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বাধিক শিক্ষার্থী সমৃদ্ধ (প্রায় ২৫ লক্ষ শিক্ষার্থী) ও শিক্ষার গুণগত মানসম্পন্ন একটি বিশ্ববিদ্যালয় । জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিয়ত বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার ও শিক্ষার্থীদের মান উন্নয়ন, কারিকুলাম ও সিলেবাস উন্নয়নে যুগোপযোগী ভূমিকা পালন করে আসছে ।এই বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল কোর্স সমূহে শিক্ষার্থীদের সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে ও কঠিন পরীক্ষা পদ্ধতির ভিতর দিয়ে চুড়ান্ত ফলাফল অর্জন করতে হয় । তাই কর্মবাজারে প্রফেশনাল এই কোর্সমূহের প্রচন্ড চাহিদা রয়েছে।

কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এস.এম. জাকির হোসেন,এমবিএ বলেন,বিশ্ববাজারের বিপুল সম্ভাবনাময় শ্রমবাজারে দেশের বিশাল মানব গোষ্ঠিকে সম্পদে পরিনত করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে IGMIS কাজ করে যাচ্ছে।

তাই আমি বিশ্বাস করি,জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ৩টি প্রফেশনাল কোর্স সম্পন্ন করে শিক্ষার্থীরা বাস্তব জ্ঞান, নেতৃত্বের গুণ, বিশ্লেষণমূলক জ্ঞান, মানবিক গুণ ও সর্বোপরি এই বিশ্বায়নের যুগে বিশ্ব নাগরিক রুপে নিজকে গড়ে তোলার সুযোগ পাবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশ্বব্যাপি ভুমিকা রাখতে পারবে ।

IGMIS এর শিক্ষাকা্র্যক্রমঃ নগরীর বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষানুরাগীদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে এই কলেজের কার্যক্রম।গভর্ণিংবডির সভাপতিরুপে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. বজলুর রহমান।

এখানে পাঠদান আকর্ষণীয়, সহজবোধ্য হওয়ার জন্য শিক্ষা উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে মাল্টিমিডিয়া, ওভারহেড প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম ।এখানে নিজস্ব ও জাতীয় বিশ্ববিদ্যালয় অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলি পাঠদান করে থাকেন যারা সকলেই নিজ নিজ বিষয়ে পারদর্শি ও অভিজ্ঞ । IGMIS এ শিক্ষার্থীদের ইংরেজীতে দক্ষতা বৃদ্ধির জন্য রয়েছে বিশেষ কোর্স।ওয়াইফাই সমৃদ্ধ ক্যাম্পাসে রয়েছে উন্নত আইটি ও কম্পিউটার ল্যাবের সুবিধা!রয়েছে হসপিট্যালিটি ল্যাব যেখানে শিক্ষার্থীরা হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে পারদর্শী হয়ে উঠবে সফলভাবে
যেহেতু চুড়ান্ত পরীক্ষাগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজন করে তাই শিক্ষার্থীকে অবশ্যই ভালভাবে বিষয় জ্ঞান অর্জন করতে হয়। এখানে কঠিন পরিশ্রমের কোন বিকল্প নাই।শিক্ষকগণ সময়মত ও নিয়মিত মিডটার্ম পরীক্ষা নিয়ে থাকেন যা শিক্ষার্থীদের ভুল ও দুর্বলতা সংশোধন করে চুড়ান্ত সফলতা অর্জনে সহায়তা করে । শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য অধ্যাপকবৃন্দ লিখিত পরীক্ষার পাশাপাশি কেস এনালাইসিস, প্রজেক্ট পেপার তৈরী, প্রেজেন্টেশন ও পাবলিক স্পিকিং এ প্রশিক্ষন দিয়ে থাকেন । সারা বৎসর সেমিনার, ওয়ার্কশপ, সিম্পোজিয়াম, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট-এর মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব জ্ঞান অর্জনে সক্ষম হয় ।সাথে সাথে সিভি রাইটিং,মক টেস্ট, ভাইবা ফেইসিংসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে কর্মবাজারে প্রবেশের জন্য প্রস্তুতকরা হয় ছাত্রছাত্রীদের।এমনকি বিদেশী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে রয়েছে IGMIS এর
স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম!
IGMIS-এর লাইব্রেরীতে আছে ছাত্র-ছাত্রীদের জন্য সেমিস্টার এর সকল Text ও Reference বই ।কম্পিউটার ল্যাব ও ইলেকট্রনিক্স ল্যাবে রয়েছে আধুনিক সব যন্ত্রপাতি যেখানে ছাত্র-ছাত্রীরা হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে জ্ঞানার্জনের সুযোগ পাচ্ছে ।কোর্স শেষে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ এর ব্যবস্থা করা হয় খ্যাতিমান প্রতিষ্ঠানে,যা চাকুরীর ক্ষেত্রে খুবই সহায়ক হয় । IGMIS এর মোট ১৮টি ব্যাচের মধ্যে ১৩টি ব্যাচ এর হাজারো শিক্ষার্থী পাশ করে দেশ ও বিদেশে বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকুরীরত আছেন ।

জাতীয় গবেষণা কেন্দ্রঃ দেশের প্রথিতযশা অর্থনীতিবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক রিসার্চ (NBER)এর চেয়ারম্যান ডক্টর আহসানুল আলম পারভেজ IGMIS কলেজ পরিদর্শনে এসে এখানকার শিক্ষা ব্যববস্থাপনায় সন্তুষ্ট হয়ে .অত্র প্রতিষ্ঠানে NBER এর অধীনে একটি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন। এই গবেষণা কেন্দ্রটির তত্ত্বাবধান করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিংবিভাগের সহযোগী অধ্যাপক মো. বজলুর রহমান। এতে IGMIS ছাত্রছাত্রীরা আন্তর্জাতিক মানের গবেষণার সুযোগ পাচ্ছে!

আবেদন করবেন যেভাবে
IGMIS -এ এখন BBA ১৯তম ব্যাচের ভর্তি চলছে । BBA ভর্তির জন্য অনলাইন আবেদন করতে হবে । জাতীয় বিশ্ববিদ্যালয়ের www.nu.ac.bd/admissions এ প্রবেশ করে professional ট্যাব এ প্রবেশ করে Apply Now এ ক্লিক করলেই আবেদন ফরম আসবে । উক্ত আবেদন ফরমটি যথাযথভাবে পুরন করে কলেজ সিলেকশনে Institute of Global Management and Information System সিলেকট করে সাবমিট করতে হবে । IGMIS অফিসে এসেও বিনা খরচে সরাসরি আবেদন করা যাবে । আবেদন করার শেষ সময় ২৮ আগস্ট ২০২৫ ইং পর্যন্ত ।মেধাবীদের জন্য রয়েছে বিশেষ স্কলারশীপের ব্যবস্থা!
আরও বিস্তারিত জানতে IGMIS, ৯৩২/এ, মেহেদিবাগ,(ম্যাক্স হাসপাতালের এর কাছে) চট্টগ্রাম এই ঠিকানায় ০১৮৪৩-৪০২৫৫৬, ০১৭৫৩-২৪৫৪৯৯ ফোন নম্বরে এবং https://www.facebook.com/IGMIS.EDU পেইজে প্রবেশ করতে পারেন ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ঘরের ভিতর আগুনে পুড়ে মহিলা অঙ্গার
পরবর্তী নিবন্ধপটিয়া বাইপাসে বাস-কার মুখোমুখি সংঘর্ষে আহত ১২