কর্মকর্তা-কর্মচারীদের তালিকা সংশ্লিষ্ট সেকশন পাঠিয়ে দেবে : সিডিএ চেয়ারম্যান

মন্ত্রণালয়ের চিঠি

আজাদী প্রতিবেদন | বুধবার , ২০ এপ্রিল, ২০২২ at ৪:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কোর্ট বিল্ডিংয়ে ১নং খাস খতিয়ানভুক্ত সরকারি খাস জমিতে আইনজীবীদের ৫টি বহুতল ভবন নির্মাণ অনুমোদন কার্যক্রমে সিডিএর কোন কোন কর্মকর্তা-কর্মচারী জড়িত তাদের নাম-পদবী ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদানের জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় যে চিঠি দিয়েছে তার কপি সিডিএ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সেকশন গুলোতে পাঠিয়ে দিয়েছে। ভবন অনুমোদন কাজে নিয়োজিত সিডিএর সংশ্লিষ্ট সেকশনগুলো এই চিঠি পাওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ।

এ ব্যাপারে গতকাল জানতে চাইলে তিনি আজাদীকে বলেন, আমার কাছে মন্ত্রণালয় থেকে যে চিঠি এসেছে আমি প্রত্যেক সেকশনে সেই চিঠির কপি পাঠিয়ে দিয়েছি। এখন সংশ্লিষ্ট সেকশন থেকে তাদের নামের তালিকা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবে। যে কোনো চিঠিতো প্রতিষ্ঠানের প্রধানের কাছে আসে। একই ভাবে আমার কাছেও চিঠি এসেছে। যাদের নামের তালিকা চাওয়া হয়েছে-সেসব সেকশন থেকে তাদের নামের তালিকা পাঠিয়ে দেবে। এটা আমি পাঠাবো না।

উল্লেখ্য, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উন্নয়ন অধিশাখা থেকে গত ৭ এপ্রিল ভবন নির্মাণে নকশা অনুমোদনের সাথে সংশ্লিষ্ট নথি সমূহের নোটশিটের ফটোকপি, সভার কার্যবিবরনী, অনুমোদনের নকশার কপি ৩ কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয় বরাবরে প্রেরণের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআগে নগরবাসীর সচেতনতা এরপর নিরাপত্তা
পরবর্তী নিবন্ধআনোয়ারা থেকে যাবে ক্যাবল কার, ওয়াটার বাস