কর্পোরেট ফুটসাল কার্নিভালের উদ্বোধন

| বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর, ২০২৫ at ৮:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রামে প্রথমবারের মত কর্পোরেট ফুটসাল কার্নিভালের উদ্বোধন হয়েছে। ফিউচারিস্টিক বিডি প্রেজেন্ট আয়োজিত এ কর্পোরেট ফুটসাল কার্নিভালের মূল প্রতিযোগিতা আজ থেকে অনুষ্ঠিত হবে। ১৬ ডিসেম্বর হবে ফাইনাল খেলা। এতে অংশ নিচ্ছে ২৪টি কর্পোরেট প্রতিষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তা ও স্পনসর প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শিত হয় টুর্নামেন্টের অফিসিয়াল প্রোমো। উদ্বোধনী মঞ্চে প্রতিটি প্রতিষ্ঠানের প্রতিনিধিকে অফিসিয়াল জার্সি হস্তান্তর করা হয়। টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন ফিউচারিস্টিক বিডির চেয়ারম্যান শুভঙ্কর শীল, এক্সিকিউটিভ ডিরেক্টর সজল চন্দ্র বণিক, এক্সিকিউটিভ ডিরেক্টর শ্রিমন্তিকা ধর এবং কনভেনার সেলিম রেজা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাহনুমা রহমান নিকিতা ও শাহরিয়ার আদিব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভারতকে হারানোর পুরস্কার পেলেন হামজারা
পরবর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে সকার টার্ফ উদ্বোধন