সাতকানিয়ার বাজালিয়ার কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম ডিগ্রি কলেজের নবগঠিত গভর্নিং বডির সদস্যদের সংবর্ধনা ও মতবিনিময় সভা গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আবুল কাশেম। শিক্ষক প্রতিনিধি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত সভাপতি আলহাজ মোহাম্মদ জাকারিয়া সিকদার, গোলাম কিবরিয়া শিমুল, মো. রিয়াদ কামাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ নাজিম উদ্দিন, অধ্যাপক মো. জাহেদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি বেলাল মোহাম্মদ চৌধুরী ও মোছাম্মৎ হোসনে আরা বেগম। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন অধ্যাপক এনামুল হক শাহীন, অধ্যাপক মোহাম্মদ আবুল মাসুদ চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী এবং কলেজের উচ্চমান সহকারী রাশেদুল ইসলাম। সভাপতি মোহাম্মদ জাকারিয়া সিকদার শিক্ষার মানোন্নয়নে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজনীয়তা উল্লেখ করে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন। প্রেস বিজ্ঞপ্তি