নগরীর কর্নেলহাটে একটি ফার্নিচারের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এক কিশোরসহ দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে আকবর শাহ থানার কর্নেলহাট সিটি গেট এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুজন ওই কারখানার শ্রমিক বলে জানা যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণের পর সেখান থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মারা যাওয়া দুই শ্রমিক হলেন- মো. রনি (১৪) ও মো. শাহাদাত (২৮)। মো. রনি কিশোরগঞ্জ জেলার ৫ নং জড়াইতলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাজনপুর হেকিমদের বাড়ির মো. এরশাদের ছেলে। পরিবার-পরিজন নিয়ে মো. এরশাদ নগরীর হালিশহর আই ব্লকে থাকেন বলে জানান, রনির চাচা মোশাররফ হোসেন।
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার আজাদীকে জানান, আমরা ৩টা ৫০ মিনিটে খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা সম্ভব হয়নি। তবে দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত বলে আমাদের মনে হয়েছে।