কর্ণফুলী স্বাস্থ্য কমপ্লেক্সে ল্যাবরেটরি উদ্বোধন

কর্ণফুলী প্রতিনিধি | বুধবার , ৯ জুলাই, ২০২৫ at ৭:১৮ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলা অস্থায়ী স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ল্যাবরেটরি চালু হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও প.. কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেসা এই ল্যাবরেটরির উদ্বোধন করেন।এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমানা রহমান, মেডিকেল অফিসার (পরিবার পরিকল্পনা) সোমা চৌধুরী, কনসালটেন্ট ডা. রোমানা আফাজ, ডা. ফারহানা তারান্নুম, ডা. শাহাদাত হোসেন প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও প.. কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেসা বলেন, ল্যাবরেটরি চালু হওয়ার ফলে কর্ণফুলী এবং আশেপাশের এলাকার মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবে। এখন রোগ নির্ণয়ের জন্য আর দূরে কোথাও যেতে হবে না, স্থানীয়ভাবে এই সুবিধা পাওয়া যাবে।বিশেষ করে এই ল্যাবরেটরি চালু হওয়ার ফলে ইসিজি, ডেঙ্গু, ম্যালেরিয়া এবং রক্তের গ্লুকোজ পরীক্ষার মতো জরুরি পরীক্ষার ব্যবস্থাও করা যাবে। এটি এলাকার মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য একটি ইতিবাচক পদক্ষেপ।উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহবায়ক নুরুল ইসলাম মেম্বার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধসিআইইউতে অনুষ্ঠিত হলো আইভে বিজনেস স্কুলের কেইস টিচিং ওয়ার্কশপ