কর্ণফুলী সেতুর যানজট নিরসনে চাই সমন্বিত উদ্যোগ

গোলটেবিল আলোচনায় বক্তারা

| রবিবার , ২৬ অক্টোবর, ২০২৫ at ১১:০৬ পূর্বাহ্ণ

এমএএফ চট্টগ্রাম এর চলমান কার্যক্রমের অংশ হিসেবে কর্ণফুলী সেতু এলাকার যানজট নিরসনে করণীয় শীর্ষক গোলটেবিল আলোচনা গত ২৩ অক্টোবর নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত হয়।

মাল্টি পার্টি এডভোকেসি ফোরামের সেক্রেটারি জসিম উদদীন চৌধুরীর সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন সিডিএ বোর্ড মেম্বার এবং প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, ডিসি ট্রাফিক (উত্তর) নেছার আহমেদ, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রোগ্রাম ম্যানেজার আশরুপা হক, রিজিয়ন কোর্ডিনেটর সদরুল আমিন, সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মো. নেজাম উদ্দিন, উপ পরিচালক (ইঞ্জিনিয়ারিং বিআরটিএ চট্টগ্রাম বিভাগ) কে এম মাহবুব কবির, সিডিএ বোর্ড মেম্বার নজরুল ইসলাম, ক্যাব সেক্রেটারি ইকবাল বাহার সাবেরি, সাংবাদিক হাসান মুকুল, সিডিএর নির্বাহী প্রকৌশলী রাজিব দাশ, সাংবাদিক আবু মোশাররফ রাসেল, সাংবাদিক রেজা মুজাম্মেল, সাংবাদিক কাজী মনিরুল ইসলাম, সাংবাদিক এস এম ইফতেখারুল ইসলাম, সাংবাদিক জাকির হোসেন, আলোকচিত্রী হেলাল সিকদার, আলোকচিত্রী মিনহাজুল ইসলাম তৌহিদ, কর্ণফুলী সেতুর টোল ম্যানেজার কাজী মনিরুল ইসলাম, তৌফিক আহমেদ রনি, শফিকুল ইসলাম, মো. ইউসুফ, নেজাম উদ্দিন, মো. ফয়সাল, মামুনুর রশীদ মামুন, মাহমুদুর রহমান মান্না, লায়ন মো. জিয়াউল হক সোহেল, অ্যাডভোকেট বিলকিস আরা মিতু, মো. জাহিদ, মো. ওসমান গনি, ইকবাল হোসেন সুমন, সৈয়দ এহসান খালেদ, লায়ন ওবায়দুর রহমান, মেহেদী হাসান রায়হান, মো. ইয়াকুব হোসেন শাকিল। গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, কর্ণফুলী সেতুর যানজট নিরসনে চাই সমন্বিত উদ্যোগ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউতে নেতৃত্ব ও কর্পোরেট দক্ষতা নিয়ে অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধপ্রথমবারের মতো পাকিস্তানে ইন্টার্নশিপ করতে যাচ্ছে সিভাসুর ১৯ শিক্ষার্থী