কর্ণফুলী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি | শনিবার , ৪ জানুয়ারি, ২০২৫ at ৫:২১ পূর্বাহ্ণ

ছাত্রজনতার আন্দোলনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় কর্ণফুলী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দীন হায়দারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কর্ণফুলী থানা পুলিশের একটি দল উপজেলার ডাঙারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নাজিম উদ্দীন হায়দার কর্ণফুলী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকের দায়িত্বে রয়েছেন। শেখ হাসিনার দেশত্যাগের পর নাজিম দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গত ৪ আগস্ট নিউ মার্কেট এলাকায় ছাত্র জনতার আন্দোলনে তার বিরুদ্ধে হামলার অভিযোগ রয়েছে।

জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। শুক্রবার উপজেলার ডাঙারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহাসিনার প্রত্যর্পণ নিয়ে প্রশ্নে যা বললেন জয়সোয়াল
পরবর্তী নিবন্ধপাঁচ মাসে অন্তর্বর্তী সরকার ৯০ শতাংশ সফল : শফিকুল আলম