কর্ণফুলী মার্কেট থেকে ১০০ বস্তা জর্দা-গুল জব্দ

৫৮ লক্ষ টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২ এপ্রিল, ২০২১ at ৪:৪৮ পূর্বাহ্ণ

নগরীর আগ্রাবাদ চৌমুহনী এলাকার কর্ণফুলী মার্কেটের একটি দোকান থেকে ১০০ বস্তা জর্দা-গুল জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস, এঙাইজ ও ভ্যাট কমিশনারেট। গতকাল বৃহস্পতিবার ১২টা থেকে বিকেল তিনটা পর্যন্ত এ অভিযান চলে। জব্দকৃত তামাকজাত পণ্যের মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানিয়েছে অভিযান দল। জব্দকৃত পণ্য বাজারজাত করার মাধ্যমে প্রায় ৫৮ লক্ষ টাকার কর ফাঁকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রামের ভ্যাট প্রশাসন।
কাস্টমস, এঙাইজ ও ভ্যাট আগ্রাবাদ বিভাগের বিভাগীয় কর্মকর্তা ডেপুটি কমিশনার মো. শাহীনূর কবীর পাভেল দৈনিক আজাদীকে বলেন, গোপন খবরের ভিত্তিতে কর্ণফুলী মার্কেটে অভিযান চালানো হয়েছে। মার্কেটের নামবিহীন একটি তালাবদ্ধ দোকান থেকে প্রায় ১০০ বস্তা জর্দা ও গুল জব্দ করা হয়েছে। এগুলোর বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। আটক চালানে ভ্যাট ও সম্পূরক শুল্ক হিসেবে প্রায় ৫৮ লক্ষ টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে বলে জানান এ ভ্যাট কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধসিভাসুর বিনামূল্যে প্রাণী টিকা ও চিকিৎসা সেবা কর্মসূচি
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ারের থ্রিপল-ই বিভাগে ‘ফোকাস গ্রুপ ডিসকাশন’