কর্ণফুলী উপজেলা ভূমি অফিসে চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে তালা ভেঙে অফিসের দুটি কম্পিউটার নিয়ে যায় চোর।ভূমি অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে অফিসে এসে কম্পিউটার অপারেটর অভিজিৎ বসু দেখতে পান তার কক্ষের দরজার তালা ভাঙা, কাগজপত্র এলোমেলো, আর দুটি কম্পিউটার নেই। পরে তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত ৩টার দিকে টাউজার ও গেঞ্জি পরিহিত এক যুবক মুখোশ পরে তালা ভেঙে রুমে প্রবেশ করেন। কিছু সময় পর তাকে দুটি কম্পিউটার সাথে করে কৌশলে বের হতে দেখা যায়।
এ বিষয়ে কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা ইতোমধ্যে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি। তবে চুরি হওয়া কম্পিউটারগুলোতে নির্দিষ্ট পাসওয়ার্ড থাকায় গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা নেই।
খবর পেয়ে কর্ণফুলী থানার একটি পুলিশ টিম বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে। থানার ওসি মো. জাহেদুল ইসলাম বলেন, অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। ফুটেজ বিশ্লেষণ করে চোর শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।
 
        
