কর্ণফুলী-বাকলিয়ার পয়েন্ট ভাগাভাগি

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২ নভেম্বর, ২০২২ at ৭:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা এবং চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত অনুপ বিশ্বাস প্রথম বিভাগ ফুটবল লিগে কর্ণফুলী ক্লাব এবং বাকলিয়া একাদশের খেলা ড্র হয়েছে। গতকাল মঙ্গলবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দু’দলের খেলাটি ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। খেলার প্রথমার্ধে দু’দলের কেউই গোল করতে পারেনি। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৯ মিনিটে খেলায় প্রথম এগিয়ে যায় কর্ণফুলী ক্লাব। ডান প্রান্ত দিয়ে বল নিয়ে উঠে গিয়েছিলেন মুহিবুল্লাহ। সেখান থেকে গোলমুখে দারুণ ক্রস করেন তিনি। অপেক্ষায় ছিলেন নুর আলম ছিদ্দিক। বল তার মাথা বরাবর আসতেই দুর্দান্ত হেডে বল জালে জড়িয়ে দেন তিনি (১-০)। বাকলিয়ার কিপার জায়গাতেই দাঁড়িয়েছিলেন। নড়তেই পারেননি। এ গোলের পর খেলায় সমতা আনতে বাকলিয়া কিছুটা উঠে খেলতে থাকে। এ থেকে কয়েকটা সুযোগও সৃষ্টি করে তারা। খেলার ৩০ মিনিটের সময় আক্রমণে উঠে বাকলিয়া। দলের অধিনায়ক রুবায়েত হোসেন বল নিয়ে বক্সে ঢুকে পড়েন। কিন্তু কর্ণফুলীর রক্ষণভাগ তাকে অবৈধভাবে বাধা দেয়। তিনি পড়ে যান। রেফারী নাছির উদ্দিন পেনাল্টির বাঁশি বাজান বাকলিয়ার পক্ষে। পেনাল্টিতে বাকলিয়ার সমরজয় গোল করলে খেলায় সমতা আসে (১-১)। খেলার বাকি সময় দু’দলের পক্ষে আর গোল করা সম্ভব হয়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ত্যাগ করতে হয় দু’দলকে। আগের খেলাতে কর্ণফুলী ক্লাব ড্র করেছিল বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্সের সাথে। অন্যদিকে বাকলিয়া একাদশ তাদের আগের খেলায় কল্লোল সংঘকে ২-০ গোলে হারিয়েছিল। দুই খেলা শেষে কর্ণফুলী ক্লাব ২ এবং বাকলিয়া একাদশ ৪ পয়েন্ট পেয়েছে। গতকালের খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন কর্ণফুলী ক্লাবের খেলোয়াড় মো. নুর আলম ছিদ্দিক। তার হাতে ক্রেস্ট তুলে দেন সিজেকেএস কাউন্সিলর আলী হাসান রাজু। আজ প্রথম বিভাগ লিগে দুটি খেলা অনুষ্ঠিত হবে। দুপুর ১২.৪৫ টায় প্রথম খেলায় অংশ নেবে কল্লোল সংঘ এবং রাইজিং ষ্টার ক্লাব। দ্বিতীয় খেলা বেলা ২.৪৫ টায় অনুষ্ঠিত হবে। এতে খেলবে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব এবং কিষোয়ান স্পোর্টিং ক্লাব। দুটি খেলাই এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের টানা দ্বিতীয় জয়
পরবর্তী নিবন্ধভারতকে হারিয়ে অঘটনের জন্ম দিতে চান সাকিব