কর্ণফুলী বাঁচলে দেশ বাঁচবে : মেয়র

| শুক্রবার , ২৮ জানুয়ারি, ২০২২ at ৮:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, কর্ণফুলী বাঁচলেই চট্টগ্রাম বাঁচবে, চট্টগ্রাম বাঁচলেই বাঁচবে দেশ। চট্টগ্রাম বন্দর হচ্ছে দেশের অর্থনীতির হৃদপিন্ড। কর্ণফুলীকে বাঁচাতে হলে নগরীকে পলিথিনমুক্তসহ সকল আবর্জনা পরিষ্কারে নগরবাসীকে নাগরিক দায়িত্ব পালনে ব্রত নিতে হবে। নগরীকে পরিস্কারপরিচ্ছন্ন রাখা গেলে দেশব্যাপী এর প্রভাব পড়বে।

গতকাল বৃহস্পতিবার সকালে টাইগারপাসে অবস্থিত অস্থায়ী নগর ভবনের সম্মুখে এ্যাড ভিশনের মাসব্যাপী পরিষ্কারপরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধনকালে তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত কাউন্সিলর তসলিমা বেগম নুরজাহান, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, উপ সচিব আশেক রসুল চৌধুরী টিপু, এ্যাড ভিশনের সভাপতি মো. মাঈনুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

মেয়র আরো বলেন, পলিথিন পরিবেশের জন্য অভিশাপ স্বরূপ। এর ব্যবহার বন্ধে চসিক ইতোমধ্যে তিনটি কাঁচাবাজারে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করে অনেকটা সফলতা অর্জন করেছে। এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে নগরীর অন্যান্য বাজারগুলো থেকে পলিথিন ব্যবহার বন্ধ করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী ১৫ফেব্রুয়ারী থেকে বিভিন্ন বাজারে পলিথিন ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে চসিক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনোয়াজিশপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধন
পরবর্তী নিবন্ধসিপিবি চট্টগ্রাম জেলা শাখার সম্মেলন আজ