আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কর্ণফুলী পিসফুল এসোসিয়েশন আয়োজিত দিবারাত্রি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় ছালে জহুর মেম্বার স্পোর্টস গ্রুপ প্রতিদ্বন্দ্বিতা করে ডাঙ্গারচর নাইন স্টারের সাথে। এবং দ্বিতীয় খেলায় ইসমাইল হাজির বাড়ি ক্রীড়া একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে দাবাং একাদশের সাথে। প্রথম খেলায় ডাঙ্গাচর নাইন স্টার ৭ উইকেটে জয়লাভ করে। আর দ্বিতীয় খেলায় ৬ উইকেটে জয়লাভ করে ইসমাইল হাজির বাড়ি ক্রীড়া একাদশ।
উদ্বোধনী অনুষ্ঠানে কর্ণফুলী পিসফুল এসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ মালিহুল মিসকাত আলাভীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী রনি। প্রধান বক্তা ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন হায়দার, বিশেষ বক্তা ছিলেন কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সেলিম হক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র লীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজিদ, যুগ্ম আহ্ববায়ক সাইদ হোসেন রিমন, জমির উদ্দিন, আবু তাহের, সেকান্দর মির্জা, এম. মহিউদ্দিন আলাভী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইঞ্জিনিয়ার নাজিম উদ্দীন।
আম্পায়ারের দায়িত্ব পালন করেন মোমেন মোরশেদ মেহেদী, এস. এম রাসেদ আলাভী, সাইফুল ইসলাম, বাহার আলভী, ইজাজুল ইসলাম ফরহাদ ও জীসান। আয়োজনে সহযোগিতা করেন- নওয়াজ শরিফ শাহজাহান, শাহাদাত হোসেন আরিফ, ওয়াসিম আকরাম, ইফতিহার উদ্দিন আরিফ, জয়নাল আবেদিন নাহিদ, শহিদুল ইসলাম তুষার, এমদাদুল হক, সালাহউদ্দিন মুরাদ, নুর উদ্দিন, লোকমান, আলাউদ্দীন, হায়দার আলী, নজরুল ইসলাম নয়ন, আজগর, নাইমুল হক সাকিব, জীসানুল মুনির, আকিবুল ইসলাম, সাইদ, রাকিব, তানভীর প্রমুখ।