কর্ণফুলী পাড়ের ১০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

আজাদী প্রতিবেদন | শনিবার , ২১ জানুয়ারি, ২০২৩ at ৮:০০ পূর্বাহ্ণ

কর্ণফুলী নদীর পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা ৮টি পাকা স্থাপনা ও দুটি ঝুপড়ি ঘর গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। গতকাল শুক্রবার দুপুরে কর্ণফুলী নদীর ফিশারিঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুএমং মারমা মং ও জামিউল হিকমা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নুএমং মারমা মং বলেন, রাতের আঁধারে নদীর তীর দখল করে একটা মহল বেশ কিছু স্থাপনা করেছে। সংবাদ পেয়ে আমরা সকালে এসে সেসব স্থাপনা উচ্ছেদ করেছি।

নদীর তীরে অবৈধ দখলকারী কাউকে ছাড় দেওয়া হবে না। নদনদীর পাড় পাবলিক ট্রাস্ট সম্পত্তি বা জনগণের সম্পত্তি। নদীর পরিবেশগত ভারসাম্য ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে জেলা প্রশাসনের অবৈধ উচ্ছেদ কার্যক্রম অব্যহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধচালকের নিরাপত্তা কীভাবে
পরবর্তী নিবন্ধশূন্যরেখায় ক্যাম্পের সর্বশেষ অংশও পুড়ল আগুনে