কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট আবারও খুলে দেয়া হয়েছে

| মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর, ২০২৫ at ১:০০ অপরাহ্ণ

কাপ্তাই হ্রদের পানি বিপদসীমা অতিক্রম করায় গতকাল সোমবার তৃতীয় বারের মতো কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট খুলে দেয়া হয়েছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিদ্যুৎ কেন্দ্রের জলকপাট খুলে দেয়া বিষয়টি নিশ্চিত করেছেন। প্রকৌশলী মাহমুদ হাসান জানান, কাপ্তাই হ্রদের পানি বিপদসীমা অতিক্রম করায় গতকাল সোমবার দুপুর ২ টা ৪৫ মিনিটে বিদ্যুৎ কেন্দ্রের ১৬ টি জলকপাট দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছেড়ে দেওয়া শুরু হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। তিনি জানান, হ্রদ তীরবর্তী অঞ্চলে বৃষ্টিপাত হওয়ায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা গতকাল সোমবার দুপুর ২ টা ৩০ মিনিটের পর ১০৮ দশমিকক ৬৫ ফুট মীনস সি লেভেল অতিক্রম করায় কর্তৃপক্ষ পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। খবর বাসসের। উল্লেখ্য, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় এর আগে আরও দু’দফায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট দিয়ে পানি নিষ্কাশন করা হয়েছিল। হ্রদের পানি আবারো বিপদসীমা অতিক্রম করায় গতকাল সোমবার তৃতীয় বারের মতো খুলে দেওয়া হয়েছে বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া চৌধুরী আর নেই
পরবর্তী নিবন্ধদলগুলোর সঙ্গে আবার বসবে ঐকমত্য কমিশন