কর্ণফুলী-পটিয়ায় টিকা পেল ৭ হাজার শিক্ষার্থী

পটিয়া প্রতিনিধি | বুধবার , ১২ জানুয়ারি, ২০২২ at ৬:০৯ পূর্বাহ্ণ

কর্ণফুলী ও পটিয়া উপজেলায় গতকাল মঙ্গলবার টিকা পেল ১৪ শিক্ষা প্রতিষ্ঠানের ৭ হাজার ১৫০জন শিক্ষার্থী। গতকাল দ্বিতীয়দিনে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এ টিকাদান কর্মসূচিতে দুই উপজেলার ১৪টি স্কুল-মাদ্রাসার ৭ হাজার ১৫০জন শিক্ষার্থী ফাইজারের প্রথম ডোজ টিকা পেয়েছেন।
এদিকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি সম্পর্কে অবগত না করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল দৈনিক আজাদীকে জানান, আমি নিজে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মেম্বারের দায়িত্বে রয়েছি। কিন্তু আমাকে জানানো হয়নি। পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সব্যসাচী নাথের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি প্রথমে জানান, এটা উপজেলা শিক্ষা কর্মকর্তার দায়িত্ব। পরে তিনি আবার জানান, এটা ইউএনওর তত্ত্বাবধানে দেয়া হচ্ছে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে সব মিলিয়ে প্রায় ৩০ হাজার শিক্ষার্থীকে টিকা প্রদান করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় শিশু নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধমানবদেহে প্রথমবারের মতো শূকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপন