কর্ণফুলী নদীতে ভেসে আসা অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
আজ রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম বন্দরের ৫ নম্বর জেটি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ৫ নম্বর জেটি এলাকায় অজ্ঞাত ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে নৌ-পুলিশকে খবর দেন। পরে নৌ-পুলিশ মরদেহ উদ্ধার করে। তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, যুবকের গায়ে নীল রঙের জিন্স প্যান্ট ও কালো রঙের হাফ টি-শার্ট পরা ছিল। টি-শার্টের মধ্যে ইংরেজি ও, ডব্লিউ, আই এবং এইচ লেখা আছে।