প্রতি বছর শুষ্ক মৌসুমে কর্ণফুলীর ন্যায় বাংলাদেশের নদ-নদীর নাব্যতা হ্রাস একটি বড় সমস্যা। জানা গেছে বাংলাদেশে নদ-নদীর সংখ্যা কমবেশি ২৩০টি। তবে অর্ধশতাব্দী আগেও নদ-নদীর সংখ্যা ছিল দ্বিগুণ। দেশের শতকরা ৮০ ভাগ নৌ পথই এখন ঝুঁকিপূর্ণ। সারাদেশে-নদ নদীতে ৫৫২ লক্ষ ঘনমিটার পলি পড়ায় নৌ পথের নাব্যতা রক্ষার জন্য বার্ষিক ৪৭ লক্ষ ঘনমিটার ড্রেজিং এর প্রয়োজন। তাই হাজার বছরের ঐতিহ্য কর্ণফুলী নদীর নাব্যতা আশঙ্কাজনকহারে হ্রাস পাওয়া থেকে রক্ষা করতে হলে ড্রেজিং অব্যাহত রাখতে হবে।
-নজরুল ইসলাম অপু, বহদ্দার বাড়ি, বহদ্দারহাট, চট্টগ্রাম।