চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নৌ-পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে সাড়ে ১৫ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১৬ লাখ ৩১ হাজার ৭০০ টাকা।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে কর্ণফুলী থানাধীন ১৪ ও ১৫ নং ঘাটের মাঝামাঝি মেরিন একাডেমি জেটি সংলগ্ন কর্ণফুলী নদী থেকে এসব তেল জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক।
অভিযান সূত্রে জানা যায়, সদরঘাট নৌ থানার এসআই সাজ্জাদ হোসাইন ও সঙ্গীয় ফোর্স এবং কোস্টগার্ড পতেঙ্গাসহ যৌথ অভিযান পরিচালনা করে ১টি ইঞ্জিনচালিত কাঠের ফিশিং বোট, ৩২০ কন্টেইনারে মোট ১৫ হাজার ৫৪০ লিটার পরিত্যক্ত অবস্থায় ডিজেল তেল জব্দ করেন।
এ প্রসঙ্গে নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক বলেন, যাচাই-বাছাই করে দেখা হচ্ছে ডিজেল তেলগুলো কোথায় থেকে আনা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।