কর্ণফুলী দখল দূষণ করে পৃথিবী ব্যাপী দেশের ইমেজ ধ্বংস করা হচ্ছে

তৃতীয় দিনের অবস্থান ধর্মঘটে বক্তারা

| শনিবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৩১ পূর্বাহ্ণ

কর্ণফুলী অবৈধ স্থাপনা উচ্ছেদ ও স্ট্রেটেজিক মাস্টার প্ল্যান ২০১৪ অনুযায়ী কর্ণফুলীর নাব্যতা রক্ষার দাবিতে অভয়মিত্র ঘাট সংলগ্ন কর্ণফুলী তীরে স্থাপিত জনগণের প্রতিবাদ মঞ্চ ও অবস্থান ধর্মঘটের তৃতীয় দিন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে চুয়েটের প্রাক্তন ভিসি ইঞ্জিনিয়ার প্রফেসর মোজাম্মেল হক বলেছেন, কর্ণফুলী আর্ন্তজাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিচ্ছবি। এই নদী দখল দূষণ করে পৃথিবী ব্যাপী বাংলাদেশের ইমেজ ধ্বংস করা হচ্ছে। যা মেনে নেয়া যায়না। কর্ণফুলীর পানি দূষণের কারণে চট্টগ্রাম মহানগরী এবং বৃহত্তর জনগোষ্ঠীর জীবনে বিপর্যয় নেমে আসবে। যারা এই কথা গুলো ক্ষমতার উচ্চ পর্যায়ে পৌঁছানোর জন্য জনগণ যাদের প্রতিনিধি নির্বাচন করেছে তারা নিরব। প্রতিবাদ মঞ্চের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান সমন্বয়ক আলীউর রহমান ও এস এম পেয়ার আলীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রতিবাদ মঞ্চের সদস্য সচিব চৌধুরী ফরিদ, পরিবেশ সংগঠক ও রাজনীতিবিদ হাসান মারুফ রুবি, সংগঠক রাজনীতিবিদ মিতুল দাশগুপ্ত, পরিবেশ সংগঠক হাসিনা আক্তার টুনু, আরকেএস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জাহেদুল করিম বাপ্পী, সমন্বয়ক সাংবাদিক মুজিব উলযোহ তুষার, তারেকশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক, শিক্ষিকা রোজি চৌধুরী, চট্টগ্রাম সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সহ সভাপতি জাফর আহমদ, মিজানুর রহমান, মোরশেদ আলম, মো. রাশেদ, কাজী গোলাম মোস্তফা, এম শাহাদাত নবী, আবুল হোসেন আবুল।

পূর্ববর্তী নিবন্ধবাউবি এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও কর্মশালা
পরবর্তী নিবন্ধবায়েজিদে আট জুয়াড়ি আটক